Ajker Patrika

বাঁধভাঙা আবেগে বেষ্টনী পেরিয়ে সেতুতে মানুষ

নিজস্ব প্রতিবেদক, মাওয়া থেকে
আপডেট : ২৫ জুন ২০২২, ১৭: ৩৯
Thumbnail image

দখিনা দুয়ার খুলেছে। আবেগ যেন বাঁধ মানে না। দিশেহারা মানুষ তাই মানেনি কোনো বাধা। নিরাপত্তাবেষ্টনী টপকে সেতুতে ঘুরে বেড়াতে ভেঙেছে নিয়ম। অনেক জায়গায় উৎসুক জনতার জন্য ক্ষতি হয়েছে নিরাপত্তাবেষ্টনীরও।

আজ শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর সেতু পার হয়ে জাজিরায় যান তিনি। প্রধানমন্ত্রী সেতু পার হওয়ার পরপরই সেতুর দিকে এগিয়ে আসে উৎসুক জনতা। 

তবে পদ্মা সেতু হেঁটে পার হওয়া বা সেতুতে থামা যাবে না সেতু কর্তৃপক্ষের এমন নির্দেশনা থাকলেও তা মানছে উৎসুক জনতা।

সেতুতে ঘুরতে দলে দলে মানুষ আসতে থাকে। হেঁটে সেতুর পাশে স্থাপন করা বেষ্টনী ভেঙে তারা সেতুতে প্রবেশ করেসরেজমিনে দেখা যায়, সেতুতে ঘুরতে দলে দলে মানুষ আসতে থাকে। হেঁটে সেতুর পাশে স্থাপন করা বেষ্টনী ভেঙে তারা সেতুতে প্রবেশ করে। এ সময় তাদের বাধা দেননি সেতুতে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। 

এ সময় সেতুতে কিছু গাড়ি ও মোটরসাইকেলও উঠতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত