Ajker Patrika

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২১: ১০
লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় বাংলাদেশের ছয় নাগরিক মারা গেছেন। আরও কয়েকজন বাংলাদেশি নাগরিকের নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার দারনা শহরে ছয় বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাজবাড়ির শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জের মামুন ও শিহাব। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ ছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজের আশঙ্কা করা যাচ্ছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, ঘূর্ণিঝড় দানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাঁধ ধসে বন্যায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বর্তমানে হাজারো মানুষ নিখোঁজ রয়েছে। 

দারনা শহরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ অবস্থা জানতে দূতাবাস স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। 

ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানো ও জানার জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত