নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনী হলফনামায় যাঁদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাঁদের বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদকের কর্মপরিকল্পনা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এ কথা জানান।
মাহবুব হোসেন বলেন, কমিশন তার ম্যান্ডেট অনুযায়ী কাজ করে। নির্বাচনকে সামনে রেখে বিশেষ কিছু করার পরিকল্পনা নেই দুদকের। হলফনামায় যাঁদের অস্বাভাবিক তথ্যের সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে, তাঁদের বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।
নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা ধরে দুদক কাজ করবে কি না জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘নির্বাচন আলাদা বিষয়। ভোট নির্বাচন কমিশন করে থাকে। কমিশন তার আইন অনুযায়ী তার ওপরে যে ম্যান্ডেট দেওয়া থাকে সেই আলোকে কাজ করে। নির্বাচনকে উদ্দেশ্য করে স্পেসিফিক কিছু করার সুযোগ নাই। ইসি যদি কোনো কিছু জানতে চান, কোনো কিছু বলেন সেই ক্ষেত্রে কমিশনের আইন মোতাবেক যা করার দরকার তা করবে। কমিশন ওই... এই... মানে এ জাতীয় কোনো কার্যক্রমের পরিকল্পনা এখানে নেই।’
এর আগে হলফনামা ধরে কমিশন কাজ করেছে, এবার ইসির কাছে কমিশন কোনো তথ্য চাইবে কি না বা হলফনানামা ধরে কমিশন কাজ করবে কি না—জানতে চাইলে সচিব বলেন, ‘এ বিষয়ে একটা মতামত আমরা দিতে পারি। এ বিষয়ে কোনো গাইড লাইন বা নির্দেশনা থাকলে তা সেটি কমিশনের তরফ থেকে আসতে হবে। হলফনামা যেটি দাখিল করা হয়েছে, গণমাধ্যমের মাধ্যমে সবাই জেনেছে—তার মানে এখনই যে সেটিকে ধরব বা তার পেছনে দৌড়াব, বিষয়টা এমন না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিশন আইন মোতাবেক অনুসন্ধানের ক্ষেত্রে এই তথ্যগুলো অবশ্যই কাজে আসবে। প্রয়োজনে তখন বিবেচনায় নেওয়া হবে।’
দুদকের নীতির কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সচিব বলেন, ‘আইনে বলে দেওয়া আছে কী করণীয় কী বর্জনীয়। হলফ নামা নিয়ে সঙ্গে সঙ্গে কাজ করব বিষয়টি এমন না।’
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তাদের অবৈধ সম্পদে মামলা হলেও হলফনামায় যাঁদের অস্বাভাবিক সম্পদ বেড়েছে, তাঁদের কিছু করা হয় না—এটা ডাবল স্ট্যান্ডার্ড হলো কি না জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা ডাবল স্ট্যান্ডার্ড না। কোনো অভিযোগ আসলে কমিশন যা করার দরকার তা-ই করে। কমিশন আইন মোতাবেক যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটি তারা নেবে।
সংবাদ সম্মেলনে আগামী শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদকের কর্মপরিকল্পনার বিষয়ে অবগত করেন সচিব মাহবুব হোসেন। তিনি জানান, দিনটি উপলক্ষে কমিশন প্রতিবারের মতো মানববন্ধন করছে না। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদকের আলোচনা সভায় সশরীরে থাকার বিষয়ে নিশ্চিত করেছেন।
মাহবুব হোসেন জানান, ৯ ডিসেম্বর বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দেবেন। এ ছাড়া দিনব্যাপী দুদকের জেলা কার্যালয়গুলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নির্বাচনী হলফনামায় যাঁদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাঁদের বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদকের কর্মপরিকল্পনা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এ কথা জানান।
মাহবুব হোসেন বলেন, কমিশন তার ম্যান্ডেট অনুযায়ী কাজ করে। নির্বাচনকে সামনে রেখে বিশেষ কিছু করার পরিকল্পনা নেই দুদকের। হলফনামায় যাঁদের অস্বাভাবিক তথ্যের সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে, তাঁদের বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।
নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা ধরে দুদক কাজ করবে কি না জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘নির্বাচন আলাদা বিষয়। ভোট নির্বাচন কমিশন করে থাকে। কমিশন তার আইন অনুযায়ী তার ওপরে যে ম্যান্ডেট দেওয়া থাকে সেই আলোকে কাজ করে। নির্বাচনকে উদ্দেশ্য করে স্পেসিফিক কিছু করার সুযোগ নাই। ইসি যদি কোনো কিছু জানতে চান, কোনো কিছু বলেন সেই ক্ষেত্রে কমিশনের আইন মোতাবেক যা করার দরকার তা করবে। কমিশন ওই... এই... মানে এ জাতীয় কোনো কার্যক্রমের পরিকল্পনা এখানে নেই।’
এর আগে হলফনামা ধরে কমিশন কাজ করেছে, এবার ইসির কাছে কমিশন কোনো তথ্য চাইবে কি না বা হলফনানামা ধরে কমিশন কাজ করবে কি না—জানতে চাইলে সচিব বলেন, ‘এ বিষয়ে একটা মতামত আমরা দিতে পারি। এ বিষয়ে কোনো গাইড লাইন বা নির্দেশনা থাকলে তা সেটি কমিশনের তরফ থেকে আসতে হবে। হলফনামা যেটি দাখিল করা হয়েছে, গণমাধ্যমের মাধ্যমে সবাই জেনেছে—তার মানে এখনই যে সেটিকে ধরব বা তার পেছনে দৌড়াব, বিষয়টা এমন না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিশন আইন মোতাবেক অনুসন্ধানের ক্ষেত্রে এই তথ্যগুলো অবশ্যই কাজে আসবে। প্রয়োজনে তখন বিবেচনায় নেওয়া হবে।’
দুদকের নীতির কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সচিব বলেন, ‘আইনে বলে দেওয়া আছে কী করণীয় কী বর্জনীয়। হলফ নামা নিয়ে সঙ্গে সঙ্গে কাজ করব বিষয়টি এমন না।’
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তাদের অবৈধ সম্পদে মামলা হলেও হলফনামায় যাঁদের অস্বাভাবিক সম্পদ বেড়েছে, তাঁদের কিছু করা হয় না—এটা ডাবল স্ট্যান্ডার্ড হলো কি না জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা ডাবল স্ট্যান্ডার্ড না। কোনো অভিযোগ আসলে কমিশন যা করার দরকার তা-ই করে। কমিশন আইন মোতাবেক যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটি তারা নেবে।
সংবাদ সম্মেলনে আগামী শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদকের কর্মপরিকল্পনার বিষয়ে অবগত করেন সচিব মাহবুব হোসেন। তিনি জানান, দিনটি উপলক্ষে কমিশন প্রতিবারের মতো মানববন্ধন করছে না। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদকের আলোচনা সভায় সশরীরে থাকার বিষয়ে নিশ্চিত করেছেন।
মাহবুব হোসেন জানান, ৯ ডিসেম্বর বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দেবেন। এ ছাড়া দিনব্যাপী দুদকের জেলা কার্যালয়গুলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাকা-করাচি রুটে ফ্লাইট চলাচল শিগগিরই শুরু করবে পাকিস্তানের করাচিভিত্তিক বেসরকারি এয়ারলাইনস সংস্থা ফ্লাই জিন্নাহ। এয়ারলাইনসটির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরুর পর দুই দেশের মধ্যে শিগগিরই ফ্লাইট চলাচল শুরু হবে।
২৪ মিনিট আগেদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পতন এবং পরিবর্তী পরিস্থিতি নিয়ে নিজস্ব মতামত, বিশ্লেষণ ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বিশ্লেষণের ক্ষেত্রে তিনি বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিও স্মরণ করেছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে সার্বিক কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ দেবেন। কমিটি এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশ প্রদান এবং সুপারিশ করতে পারবে। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে এবং প্রয়োজনে...
২ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ বেশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পারায় তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটগুলো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৪ ঘণ্টা আগে