Ajker Patrika

জামিন পেলেন খালেদা জিয়ার ভাগনে শাহরিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারিক হাকিম আদালতে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ছবি: সংগৃহীত
বিচারিক হাকিম আদালতে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ছবি: সংগৃহীত

আয়কর ফাঁকি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা পৃথক দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা পৃথক আপিল শুনানির জন্য গ্রহণ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে দুই মামলায় জামিনের পর শাহরিন ইসলাম চৌধুরীর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী হাসান রাজীব প্রধান। তিনি বলেন, আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট জরিমানা স্থগিত করেছেন এবং দুই মামলায় এক বছরের জামিন দিয়েছেন।

আয়কর ফাঁকি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে শাহরিন ইসলামের বিরুদ্ধে পৃথক মামলা হয়। বিচারিক আদালত আয়কর ফাঁকির মামলায় তাঁকে আট বছর (তিন বছর ও পাঁচ বছর) কারাদণ্ড ও জরিমানা করেন। আর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছর (৩ বছর ও ১০ বছর) কারাদণ্ড দেন।

গত ২৯ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে শাহরিন ইসলামকে কারাগারে পাঠানো হয়। পরদিন দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আপিল করেন তিনি।

আদালতে শাহরিন ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান রাজীব প্রধান। সঙ্গে ছিলেন মো. মশিউর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. ওমর ফারুক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত