নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেসব পুলিশ কর্মকর্তারা বয়স্ক এবং যাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতির আছে, তাদেরকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক সংলাপে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের বয়স হয়ে গেছে এবং দক্ষতায় ঘাটতি আছে সে সমস্ত কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হচ্ছে। যাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি আছে, খামোখা তাদের পদে রাখার কোনো যৌক্তিকতা নেই। সেখানে অন্যদের এই পদে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি।’
গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই তিনজন হলেন সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরী।
এর আগে ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্যসচিব মকবুল হোসেনকে। আর ৩১ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে। তাঁরা হলেন সিআইডির মো. আলমগীর আলম ও টুরিস্ট পুলিশের মো. মাহবুব হাকিম।
গত ১৫ দিনে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ায় এই আতঙ্ক তীব্র হয়েছে। এই তালিকা আরও লম্বা হবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকার অসন্তোষের সঙ্গে যোগ হয়েছে বাধ্যতামূলক অবসরের আতঙ্ক।
তবে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, যেসব পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন পদোন্নতি পাননি, তাঁরা সরকারকে সংকটের সময় বিব্রত করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সে জন্য আগে ভাগেই সমাধানের পথ বেছে নিয়েছে সরকার। এখন প্রতিটি ব্যাচ ধরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
যেসব পুলিশ কর্মকর্তারা বয়স্ক এবং যাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতির আছে, তাদেরকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক সংলাপে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের বয়স হয়ে গেছে এবং দক্ষতায় ঘাটতি আছে সে সমস্ত কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হচ্ছে। যাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি আছে, খামোখা তাদের পদে রাখার কোনো যৌক্তিকতা নেই। সেখানে অন্যদের এই পদে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি।’
গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই তিনজন হলেন সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরী।
এর আগে ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্যসচিব মকবুল হোসেনকে। আর ৩১ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে। তাঁরা হলেন সিআইডির মো. আলমগীর আলম ও টুরিস্ট পুলিশের মো. মাহবুব হাকিম।
গত ১৫ দিনে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ায় এই আতঙ্ক তীব্র হয়েছে। এই তালিকা আরও লম্বা হবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকার অসন্তোষের সঙ্গে যোগ হয়েছে বাধ্যতামূলক অবসরের আতঙ্ক।
তবে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, যেসব পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন পদোন্নতি পাননি, তাঁরা সরকারকে সংকটের সময় বিব্রত করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সে জন্য আগে ভাগেই সমাধানের পথ বেছে নিয়েছে সরকার। এখন প্রতিটি ব্যাচ ধরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৪ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
৫ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
১০ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৬ ঘণ্টা আগে