Ajker Patrika

পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতির কারণে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬: ৪৬
Thumbnail image

যেসব পুলিশ কর্মকর্তারা বয়স্ক এবং যাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতির আছে, তাদেরকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক সংলাপে তিনি একথা বলেন।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের বয়স হয়ে গেছে এবং দক্ষতায় ঘাটতি আছে সে সমস্ত কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হচ্ছে। যাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি আছে, খামোখা তাদের পদে রাখার কোনো যৌক্তিকতা নেই। সেখানে অন্যদের এই পদে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি।’

গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই তিনজন হলেন সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরী।

এর আগে ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্যসচিব মকবুল হোসেনকে। আর ৩১ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে। তাঁরা হলেন সিআইডির মো. আলমগীর আলম ও টুরিস্ট পুলিশের মো. মাহবুব হাকিম।

গত ১৫ দিনে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ায় এই আতঙ্ক তীব্র হয়েছে। এই তালিকা আরও লম্বা হবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকার অসন্তোষের সঙ্গে যোগ হয়েছে বাধ্যতামূলক অবসরের আতঙ্ক।

তবে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, যেসব পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন পদোন্নতি পাননি, তাঁরা সরকারকে সংকটের সময় বিব্রত করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সে জন্য আগে ভাগেই সমাধানের পথ বেছে নিয়েছে সরকার। এখন প্রতিটি ব্যাচ ধরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত