Ajker Patrika

৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর ৬১ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর ৬১ সদস্য

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত নয় মাসে সড়ক দুর্ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে এককভাবে পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৪৬ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের সড়ক দুর্ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিহতের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে। 

রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় পুলিশ বাহিনীর সদস্য ৪৬ জন, সেনাবাহিনীর ৪ জন, নৌ-বাহিনীর ১ জন, র‍্যাবের ৩ জন, বিজিবি ২ জন, এনএসআই ১ জন, এপিবিএন ১ জন এবং আনসার ব্যাটালিয়নের ৪ জন নিহত হয়েছেন। 
 
গত বছরেরে দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২২ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। এই হিসাবে চলতি বছরের নয় মাসে ৫২ দশমিক ১৭ শতাংশ মৃত্যু বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত