Ajker Patrika

‘নিম্নমানের’ খেজুরের দাম ঠিক করে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘নিম্নমানের’ খেজুরের দাম ঠিক করে দিল সরকার

দেশে আমদানি হওয়া বিভিন্ন খেজুরের মধ্যে দুই ধরনের খেজুরের দাম ঠিক করে দিয়েছে সরকার। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম ১৭০-১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তির অনুলিপি এফবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকেও পাঠানো হয়েছে। 

তারপরও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আমদানিকারকেরা। খেজুরের দাম বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘খেজুরের দাম বেঁধে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমদানিকারক ও পাইকারি পর্যায়ে কে কত দামে বিক্রি করবে, সেটিও আমাদের জানা নেই।’ 

এদিকে খেজুরের অতিরিক্ত দাম নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘সাধারণ মানুষ যে খেজুরটা খায়, সেটা ২০০-২৫০ টাকার মধ্যে রাখতে বলেছি। মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজকের (গতকাল) মধ্যে এটা প্রকাশ করা হবে।’ 

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলার দরকার নেই। এটা যার যার ব্যাপার। যে যেটা দিয়ে ইচ্ছা ইফতার করবেন। বস্তার খেজুরটার শুল্ক কমানো হয়েছে। উঁচু জাতের দামি খেজুরের শুল্ক কমানো হয়নি। সাধারণ মানুষ যেটা খায়, সেটার দাম কমাতে চিঠি দেওয়া হয়েছে। 

এ সময় দেশে চিনি ও অন্যান্য পণ্যের কোনো সংকট নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকা এবং প্যাকেটজাত ১৪৫ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হবে। দেশে কোনো জিনিসের অভাব নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত