নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আগামীকাল শনিবারের মধ্যে ইসিকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলের সভাপতি-মহাসচিবের বা সমমর্যাদারের কাছে শুক্রবার এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। ইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠি পাওয়ার পরপরই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। আজ শুক্রবার ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে হাসানুল হক ইনুর দলটি। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী প্রাথমিক মনোনয়নপত্র জমা দিতে পারবে। সেক্ষেত্রে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপদমর্যাদা বা দলীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়ন প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে থাকতে হয়। প্রার্থিতা প্রত্যাহারের আগে দল চূড়ান্ত মনোনীত একজনকে প্রত্যয়ন দেবে। বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর জোটভুক্ত অভিন্ন প্রতীক ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট আসনে দুই দলের সম্মতিপত্র (যার প্রতীক ব্যবহার করবে এবং যে দল ব্যবহার করবে) রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই এ কাজটি করতে হবে। জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আজকের (শনিবার) মধ্যে ইসিকে জানাতে হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ইসি অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী বদলি না করতে আজ (শনিবার) মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ ছাড়া পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়, সংস্থায়ও চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আগামীকাল শনিবারের মধ্যে ইসিকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলের সভাপতি-মহাসচিবের বা সমমর্যাদারের কাছে শুক্রবার এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। ইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠি পাওয়ার পরপরই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। আজ শুক্রবার ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে হাসানুল হক ইনুর দলটি। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী প্রাথমিক মনোনয়নপত্র জমা দিতে পারবে। সেক্ষেত্রে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপদমর্যাদা বা দলীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়ন প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে থাকতে হয়। প্রার্থিতা প্রত্যাহারের আগে দল চূড়ান্ত মনোনীত একজনকে প্রত্যয়ন দেবে। বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর জোটভুক্ত অভিন্ন প্রতীক ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট আসনে দুই দলের সম্মতিপত্র (যার প্রতীক ব্যবহার করবে এবং যে দল ব্যবহার করবে) রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই এ কাজটি করতে হবে। জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আজকের (শনিবার) মধ্যে ইসিকে জানাতে হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ইসি অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী বদলি না করতে আজ (শনিবার) মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ ছাড়া পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়, সংস্থায়ও চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করা হবে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংলাপের সমাপ্তি টানা কমিশনের প্রধান লক্ষ্য। সংলাপে আমরা ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছি। ৭টি বিষয় অসমাপ্ত আছে আর ৩টি বিষয়ে আলোচনা হয়নি।
২ ঘণ্টা আগেনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না...
৫ ঘণ্টা আগেএখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
১০ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
১০ ঘণ্টা আগে