Ajker Patrika

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নে নতুন দ্বার খুলল: প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৩: ২৮
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নে নতুন দ্বার খুলল: প্রধানমন্ত্রী

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ব্রিকসের অগ্রগতি উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়নের নতুন সুযোগ আনবে বলেও তিনি মনে করেন।

গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যকার এক বৈঠকে শেখ হাসিনা এই কথা বলেন।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জোহানেসবার্গে চলমান ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে প্রধানমন্ত্রী ২০১৬ সালে চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। সময় তিনি কোভিড মহামারির সময় চীনের অমূল্য সমর্থন, বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথাও তুলে ধরেন। 

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং চীনের দারুণ সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে মূলত পারস্পরিক সম্মান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর ওপর ভিত্তি করে। সময় তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০ম বার্ষিক পূর্তিতে চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত করেছে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতি সমর্থন করে এবং আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বাগত জানায়।তিনি আরও জানান, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত এবং ব্রিকসের মতো বহুপক্ষীয় ফোরামের সঙ্গেও সহযোগিতা বাড়াতে চায়। 

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, ব্রিকসের এগিয়ে যাওয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়নের নতুন সুযোগ উন্মোচিত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত