Ajker Patrika

পানিসম্পদসহ ৭ শিল্পে সহযোগিতার আশ্বাস চীনা পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পানিসম্পদসহ অগ্রাধিকারের অন্তত সাতটি খাতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পানিসম্পদ ছাড়াও চিকিৎসা, বস্ত্র, জ্বালানি ও হালকা শিল্পসহ অগ্রাধিকারের বিভিন্ন খাত ও বিনিয়োগের ক্ষেত্রে চীনের মন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন।

ওয়াং ই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় তাঁর দেশের পূর্ণ সমর্থনের কথা জানান।

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গেও কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের দশ লক্ষাধিক সদস্যকে দেশটিতে ফেরত পাঠানোর ক্ষেত্রে চীন ও কানাডার সহযোগিতার জন্য অনুরোধ জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষ থেকে এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

তৌহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও বাণিজ্য বহুমুখী করার ক্ষেত্রে কানাডার সহযোগিতা চান। চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা এশিয়া আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের ৩২ তম বৈঠকে যোগ দিতে কুয়ালালামপুরে রয়েছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান উভয় বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত