Ajker Patrika

যুদ্ধশিশুদের পিতৃপরিচয় লাগবে না, আইন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২০: ০৬
যুদ্ধশিশুদের পিতৃপরিচয় লাগবে না, আইন করছে সরকার

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় সহযোগীদের দ্বারা নিপীড়িত নারীর সন্তানদের ‘যুদ্ধশিশু’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। বিষয়টি একটি আইনি কাঠামোর মধ্যে আনতে মন্ত্রিপরিষদে একটি প্রস্তাব পাঠাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

যুদ্ধশিশুদের বিষয়টি আইনি কাঠামোতে আনতে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত দরকার জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিপরিষদে যাবে। মন্ত্রিপরিষদের মতামতের আলোকে একটি আইন প্রণয়ন অথবা প্রজ্ঞাপন জারিসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় ও নাগরিক বিভিন্ন সুবিধা ও সেবা পাওয়ার জন্য অধিকাংশ কাগজপত্রে আবেদনকারীর পিতৃপরিচয় উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। যুদ্ধশিশুদের আইনি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় ও নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা থেকে তাঁদের ছাড় দেওয়া হতে পারে। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বীরাঙ্গনাদের সন্তানের বাবার নাম নেই। এ জন্য তাঁদের সন্তানেরা বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত হন। বিষয়টি একটি আইনি বিধানের অন্তর্ভুক্ত করা গেলে তাঁরা যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পাবেন। এর ফলে নাগরিক অধিকারের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে তাঁদের আর পিতার নাম উল্লেখ করা দরকার হবে না।’ 

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গতকাল সোমবার এক বৈঠকে বীরাঙ্গনাদের সন্তানকে ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া তাগিদ দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত