নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় সহযোগীদের দ্বারা নিপীড়িত নারীর সন্তানদের ‘যুদ্ধশিশু’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। বিষয়টি একটি আইনি কাঠামোর মধ্যে আনতে মন্ত্রিপরিষদে একটি প্রস্তাব পাঠাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
যুদ্ধশিশুদের বিষয়টি আইনি কাঠামোতে আনতে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত দরকার জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিপরিষদে যাবে। মন্ত্রিপরিষদের মতামতের আলোকে একটি আইন প্রণয়ন অথবা প্রজ্ঞাপন জারিসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় ও নাগরিক বিভিন্ন সুবিধা ও সেবা পাওয়ার জন্য অধিকাংশ কাগজপত্রে আবেদনকারীর পিতৃপরিচয় উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। যুদ্ধশিশুদের আইনি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় ও নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা থেকে তাঁদের ছাড় দেওয়া হতে পারে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বীরাঙ্গনাদের সন্তানের বাবার নাম নেই। এ জন্য তাঁদের সন্তানেরা বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত হন। বিষয়টি একটি আইনি বিধানের অন্তর্ভুক্ত করা গেলে তাঁরা যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পাবেন। এর ফলে নাগরিক অধিকারের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে তাঁদের আর পিতার নাম উল্লেখ করা দরকার হবে না।’
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গতকাল সোমবার এক বৈঠকে বীরাঙ্গনাদের সন্তানকে ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া তাগিদ দেয়।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় সহযোগীদের দ্বারা নিপীড়িত নারীর সন্তানদের ‘যুদ্ধশিশু’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। বিষয়টি একটি আইনি কাঠামোর মধ্যে আনতে মন্ত্রিপরিষদে একটি প্রস্তাব পাঠাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
যুদ্ধশিশুদের বিষয়টি আইনি কাঠামোতে আনতে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত দরকার জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিপরিষদে যাবে। মন্ত্রিপরিষদের মতামতের আলোকে একটি আইন প্রণয়ন অথবা প্রজ্ঞাপন জারিসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় ও নাগরিক বিভিন্ন সুবিধা ও সেবা পাওয়ার জন্য অধিকাংশ কাগজপত্রে আবেদনকারীর পিতৃপরিচয় উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। যুদ্ধশিশুদের আইনি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় ও নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা থেকে তাঁদের ছাড় দেওয়া হতে পারে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বীরাঙ্গনাদের সন্তানের বাবার নাম নেই। এ জন্য তাঁদের সন্তানেরা বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত হন। বিষয়টি একটি আইনি বিধানের অন্তর্ভুক্ত করা গেলে তাঁরা যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পাবেন। এর ফলে নাগরিক অধিকারের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে তাঁদের আর পিতার নাম উল্লেখ করা দরকার হবে না।’
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গতকাল সোমবার এক বৈঠকে বীরাঙ্গনাদের সন্তানকে ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া তাগিদ দেয়।
রাজধানীতে ছিঁচকে চোরের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা থেকে মব (উচ্ছৃঙ্খল জনতা) ঘটনা শুরু হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
২৯ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক...
৩ ঘণ্টা আগেবঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগেচলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে