মানিকগঞ্জ প্রতিনিধি
চীনে করোনাভাইরাসের নতুন ধরন দেখা দিয়েছে। সেখানে সংক্রমণ বাড়ছে। দেশে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। তবে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের দেশে এখনো করোনা নিয়ন্ত্রণে আছে, করোনা বৃদ্ধি পায় নাই। তবে পার্শ্ববর্তী দেশ চায়নায় করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ দেখা দিয়েছে। সেখানে করোনা বৃদ্ধি পাচ্ছে। সে বিষয়টি আমরা নজরে রেখেছি। আমরা হাসপাতাল রেডি রেখেছি। স্থল, বিমান ও নৌপথে এলাকায় বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ডাক্তার ও নার্সরা নিয়মিত কাজ করছেন।’
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে চায়না থেকে কিছু যাত্রী এসেছিল, তাদের টেস্টের পর করোনা পজিটিভ আসে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের সুস্থ করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট আমাদের দেশে ছড়িয়েছে এমন তথ্য আমরা এখনো পাইনি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গত দুই বছরে করোনার সময়ে আমরা চেষ্টা করেছি কীভাবে দেশের অর্থনৈতিক অবস্থা ধরে রাখা যায়, মানুষের মধ্যে খাদ্য পৌঁছে দেওয়া যায়, মানুষের চাকরি ঠিক রাখা যায়। করোনার সময়ে আমরা চেষ্টা করেছি কীভাবে বাংলাদেশের মানুষকে সুস্থ রাখা যায়, টিকা দেওয়া যায়।’
সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামে সঞ্চালনায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহাসহ অনেকে।
চীনে করোনাভাইরাসের নতুন ধরন দেখা দিয়েছে। সেখানে সংক্রমণ বাড়ছে। দেশে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। তবে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের দেশে এখনো করোনা নিয়ন্ত্রণে আছে, করোনা বৃদ্ধি পায় নাই। তবে পার্শ্ববর্তী দেশ চায়নায় করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ দেখা দিয়েছে। সেখানে করোনা বৃদ্ধি পাচ্ছে। সে বিষয়টি আমরা নজরে রেখেছি। আমরা হাসপাতাল রেডি রেখেছি। স্থল, বিমান ও নৌপথে এলাকায় বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ডাক্তার ও নার্সরা নিয়মিত কাজ করছেন।’
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে চায়না থেকে কিছু যাত্রী এসেছিল, তাদের টেস্টের পর করোনা পজিটিভ আসে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের সুস্থ করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট আমাদের দেশে ছড়িয়েছে এমন তথ্য আমরা এখনো পাইনি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গত দুই বছরে করোনার সময়ে আমরা চেষ্টা করেছি কীভাবে দেশের অর্থনৈতিক অবস্থা ধরে রাখা যায়, মানুষের মধ্যে খাদ্য পৌঁছে দেওয়া যায়, মানুষের চাকরি ঠিক রাখা যায়। করোনার সময়ে আমরা চেষ্টা করেছি কীভাবে বাংলাদেশের মানুষকে সুস্থ রাখা যায়, টিকা দেওয়া যায়।’
সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামে সঞ্চালনায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহাসহ অনেকে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন তাঁকে দায়িত্ব নিতে বলা হয়, তখন তিনি ‘অভিভূত’ বোধ করেছিলেন। তিনি আরও বলেছেন...
২১ মিনিট আগেঅর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। গিয়াস উদ্দিন আল মামুনের করা আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না।
৩ ঘণ্টা আগেসমান্তরাল জায়গায় মাটি ভরাট করে পাথর ফেলে তার ওপর বসানো হয় রেললাইন। এ ক্ষেত্রে নির্ধারিত মাত্রায় পাথর থাকা অত্যন্ত জরুরি। অভিযোগ উঠেছে, রেললাইনের নিচে থাকার কথা ৮ ইঞ্চি পাথরের স্তর; কিন্তু সব জায়গায় তা নেই। এতে লাইনের শক্তি কমে যায়। তাই প্রায়ই দুর্ঘটনা ঘটে। রেলপথে অব্যবস্থাপনা এবং যাত্রী হয়রানি-সংক্র
৭ ঘণ্টা আগে