Ajker Patrika

আমরা হাসপাতাল রেডি রেখেছি: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১১: ০৬
আমরা হাসপাতাল রেডি রেখেছি: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

চীনে করোনাভাইরাসের নতুন ধরন দেখা দিয়েছে। সেখানে সংক্রমণ বাড়ছে। দেশে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। তবে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের দেশে এখনো করোনা নিয়ন্ত্রণে আছে, করোনা বৃদ্ধি পায় নাই। তবে পার্শ্ববর্তী দেশ চায়নায় করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ দেখা দিয়েছে। সেখানে করোনা বৃদ্ধি পাচ্ছে। সে বিষয়টি আমরা নজরে রেখেছি। আমরা হাসপাতাল রেডি রেখেছি। স্থল, বিমান ও নৌপথে এলাকায় বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ডাক্তার ও নার্সরা নিয়মিত কাজ করছেন।’

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে চায়না থেকে কিছু যাত্রী এসেছিল, তাদের টেস্টের পর করোনা পজিটিভ আসে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের সুস্থ করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট আমাদের দেশে ছড়িয়েছে এমন তথ্য আমরা এখনো পাইনি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গত দুই বছরে করোনার সময়ে আমরা চেষ্টা করেছি কীভাবে দেশের অর্থনৈতিক অবস্থা ধরে রাখা যায়, মানুষের মধ্যে খাদ্য পৌঁছে দেওয়া যায়, মানুষের চাকরি ঠিক রাখা যায়। করোনার সময়ে আমরা চেষ্টা করেছি কীভাবে বাংলাদেশের মানুষকে সুস্থ রাখা যায়, টিকা দেওয়া যায়।’

সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামে সঞ্চালনায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহাসহ অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত