Ajker Patrika

ক্যানসারে আক্রান্ত হয়ে নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৪, ১৬: ২২
ক্যানসারে আক্রান্ত হয়ে নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদের মৃত্যু

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ (৭০) মারা গেছেন। আজ শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার সময় তাঁর মৃত্যু হয়। বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সেনাবাহিনীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংডম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুসরত হোসেন আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রশীদ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি তিন মাস ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। 

এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে ফেরার পর তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

সেনাবাহিনীতে চাকরির সময় অত্যন্ত মেধাবী অফিসার হিসেবে পরিচিত জেনারেল আব্দুর রশীদ স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে টেলিভিশনের টক শোর খুব পরিচিত মুখ। তাঁর লেখা কলাম বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। তিনি আবাসন প্রতিষ্ঠান কিংডম গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত