Ajker Patrika

সারা দেশে ১ হাজার ৭১৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২৫, ২১: ০৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ১ হাজার ৩৪ জন। এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িত ৬৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুটি এলজি, ৬টি গুলি, ২টি কার্তুজ ও ৪টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত