কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
টিকা কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনও চলছে। তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দর ভিকেন্তিভিচ মান্তিৎস্কি।
আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রুশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান তিনি।
রুশ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, আমরা রূপপুরে পরমাণু বিদুৎকেন্দ্র নির্মাণ করছি। বাংলাদেশে গ্যাস উত্তোলনে আমরা কাজ করছি। গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪০ কোটি ডলারে পৌঁছেছে। আর এ বাণিজ্য ক্রমবর্ধমান। আমার কাজ হচ্ছে এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
রাষ্ট্রদূত হিসেবে সম্পর্কের অগ্রাধিকার বিষয়টি জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া।
বৈঠকে করোনার টিকা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
রাশিয়া থেকে করোনার টিকা নিয়ে কোনো হালনাগাদ তথ্য রয়েছে কি–না? এর উত্তরে রাষ্ট্রদূত আলেকসান্দর বলেন, এখনও বলার মতো কিছু হয়নি। আলোচনা চলছে। এখনও জানি না এর ফল কী এসেছে। তবে বাংলাদেশ টিকা পাবে। তবে এটি বলা সম্ভব নয় কবে সেই টিকা পাবে।
নীতিগত ভাবে রাশিয়া কি বাংলাদেশকে টিকা দিতে সম্মত? এর উত্তরে তিনি বলেন, কেনার মাধ্যমে বাংলাদেশ রাশিয়া থেকে টিকা পাবে।
টিকা কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনও চলছে। তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দর ভিকেন্তিভিচ মান্তিৎস্কি।
আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রুশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান তিনি।
রুশ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, আমরা রূপপুরে পরমাণু বিদুৎকেন্দ্র নির্মাণ করছি। বাংলাদেশে গ্যাস উত্তোলনে আমরা কাজ করছি। গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪০ কোটি ডলারে পৌঁছেছে। আর এ বাণিজ্য ক্রমবর্ধমান। আমার কাজ হচ্ছে এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
রাষ্ট্রদূত হিসেবে সম্পর্কের অগ্রাধিকার বিষয়টি জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া।
বৈঠকে করোনার টিকা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
রাশিয়া থেকে করোনার টিকা নিয়ে কোনো হালনাগাদ তথ্য রয়েছে কি–না? এর উত্তরে রাষ্ট্রদূত আলেকসান্দর বলেন, এখনও বলার মতো কিছু হয়নি। আলোচনা চলছে। এখনও জানি না এর ফল কী এসেছে। তবে বাংলাদেশ টিকা পাবে। তবে এটি বলা সম্ভব নয় কবে সেই টিকা পাবে।
নীতিগত ভাবে রাশিয়া কি বাংলাদেশকে টিকা দিতে সম্মত? এর উত্তরে তিনি বলেন, কেনার মাধ্যমে বাংলাদেশ রাশিয়া থেকে টিকা পাবে।
৬ মে রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত বছর অভ্যুত্থানের সময় আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে একটি মামলার আসামি তিনি। তিনি দেশ ছেড়েছেন বলে অনেক গণমাধ্যম সংবাদ প্রকাশের পর সরকার তাঁর বিদেশগমন নিয়ে তদন্তে নেমেছে।
১ ঘণ্টা আগেশেষ মুহূর্তে স্থগিত হলো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের অনুষ্ঠান। রাষ্ট্রপতির জরুরি কর্মব্যস্ততার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত নয় মাস ধরে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম। কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকেরা চাকরি হারিয়েছেন, তা গণমাধ্যমের মালিক নিজেকে রক্ষায় ছাঁটাই করেছেন। তাঁদের চাকরিচ্যুত করার জন্য সরকারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি।
৩ ঘণ্টা আগেবগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনে দুষ্কৃতকারীদের বাধা প্রদান ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
৩ ঘণ্টা আগে