Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনে আটক সবাইকে মুক্তি দেওয়া শুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৫: ৫২
Thumbnail image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনে বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। আটক আন্দোলনকারী ও খালেদা জিয়ার মুক্তি ছাড়াও জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত