Ajker Patrika

৫০ হাজার টাকা করে অনুদান পেলেন ২৩২ নারী উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫০ হাজার টাকা করে অনুদান পেলেন ২৩২ নারী উদ্যোক্তা

সারা দেশ থেকে ২৩২ নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হয়েছে। আজ বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’ প্রদান অনুষ্ঠানে তাদের হাতে চেক তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্টআপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশের নারী সমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব না। যে ২৩২ জন নারী উদ্যোক্তা এই ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন, এটা অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালোবাসা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অনুদান নিয়ে যারা আরও বড় পরিসরে ব্যবসায় করবে, ইনোভেটিভ সলিউশন নিয়ে আসবে, তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আবেদনের প্রেক্ষিতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে। যেসব স্টার্টআপ ভালো করবে তাদের জন্য ৫০ লাখ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মাধ্যমে ইক্যুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করার সুযোগ রয়েছে।’

অনুষ্ঠানে জানানো হয়—ইতিমধ্যে ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে। নতুন করে আরও ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান দেওয়া হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত