Ajker Patrika

শিক্ষানীতি-২০২০ নিয়ে সংসদে সমালোচনা সাবেক প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষানীতি-২০২০ নিয়ে সংসদে সমালোচনা সাবেক প্রতিমন্ত্রীর

সরকার ঘোষিত ২০১০ সালের শিক্ষানীতি পুরোপুরি বাস্তবায়ন না করে ২০২০ সালের খসড়া শিক্ষানীতি করায় সংসদে সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

মোতাহার হোসেন বলেন, ‘এখন আবার নতুন আরেকটা শিক্ষানীতি আমাদের ঘাড়ে চাপছে। আমি নীতিটা ভালোভাবে পড়েছি, সেই শিক্ষক পাবেন কোথায়? যে মেরুদণ্ডের শিক্ষক, সেই শিক্ষক কিন্তু এখনো আমরা সৃষ্টি করতে পারিনি।’ 
 
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এই দেশে বঙ্গবন্ধুর সময়ে করা ড. কুদরত-ই খুদা শিক্ষানীতি আলোর মুখ দেখেনি। আমরা ২০১০ সালে যে শিক্ষানীতি করলাম, প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক, মাধ্যমিক হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেটাও আলোর মুখ দেখলো না।’ 

তিস্তা নদীকে দুঃখের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘এ নদীকে নিয়ে মহাপরিকল্পনা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ২০১১ সালে প্রধানমন্ত্রী তিন বিঘা করিডোর উদ্বোধন করতে গিয়ে ওয়াদা দিয়েছিলেন তিনবিঘা এক্সপ্রেস বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত আসবে। ১০টি বছর গেলো। বিভিন্ন জায়গায় আমি প্রায় ১০০ বার গেছি। কিন্তু আমার তিনবিঘা এক্সপ্রেস আর মুখ দেখলো না। জানিনা আমার জীবদ্দশায় এটি আর দেখতে পাবো কিনা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত