কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাসেলস সফর শেষে সালমান যুক্তরাষ্ট্রে যান। আজরা জেয়া ও সালমান দুজনেই এক্স প্ল্যাটফর্মে (টুইটার) বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরেন।
আন্ডার সেক্রেটারি জেয়া এক পোস্টে বলেন, সালমান এফ রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান, মিয়ানমারের আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার বিষয়গুলো আলোচনায় এসেছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
সালমান এফ রহমান তাঁর পোস্টে বলেন, গণতন্ত্রে নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র উপায়—এ বিষয়ে তাঁরা একমত হয়েছেন। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে তিনি আজরা জেয়াকে জানিয়েছেন।
সালমান আরও বলেন, নির্দিষ্ট দলকে সমর্থন না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকা নিশ্চিত করতে চায় বলে আজরা জেয়া জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়েও কথা হয়েছে বলে সালমান উল্লেখ করেন।
মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আকতার ও দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বৈঠকে উপস্থিত ছিলেন।
আজরা জেয়া ও আফরিন আকতার উভয়েই সম্প্রতি নিজ নিজ সফরে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বারোপ করেছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দেশে ফিরেছেন। আর তাঁর সফরসঙ্গী সালমান জেয়ার সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যান।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাসেলস সফর শেষে সালমান যুক্তরাষ্ট্রে যান। আজরা জেয়া ও সালমান দুজনেই এক্স প্ল্যাটফর্মে (টুইটার) বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরেন।
আন্ডার সেক্রেটারি জেয়া এক পোস্টে বলেন, সালমান এফ রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান, মিয়ানমারের আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার বিষয়গুলো আলোচনায় এসেছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
সালমান এফ রহমান তাঁর পোস্টে বলেন, গণতন্ত্রে নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র উপায়—এ বিষয়ে তাঁরা একমত হয়েছেন। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে তিনি আজরা জেয়াকে জানিয়েছেন।
সালমান আরও বলেন, নির্দিষ্ট দলকে সমর্থন না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকা নিশ্চিত করতে চায় বলে আজরা জেয়া জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়েও কথা হয়েছে বলে সালমান উল্লেখ করেন।
মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আকতার ও দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বৈঠকে উপস্থিত ছিলেন।
আজরা জেয়া ও আফরিন আকতার উভয়েই সম্প্রতি নিজ নিজ সফরে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বারোপ করেছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দেশে ফিরেছেন। আর তাঁর সফরসঙ্গী সালমান জেয়ার সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যান।
সৌদি আরবে বাংলাদেশের আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন...
৩ মিনিট আগেদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৩২টি সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। আজ সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন...
২৩ মিনিট আগেবিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিচার বিভাগের বিভিন্ন বৈষম্যের চিত্র তুলে ধরে তা নিরসনের দাবি তুলছেন। অ্যাসোসিয়েশনের মতে, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধু বিচারকদের জন্য ৬টি গ্রেড রেখে পৃথক পে-স্কেলসহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক...
২ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। ১৬০ কোটি টাকার বেশি ব্যয়ে এসব ভবন নির্মাণে কোনো প্রকল্প করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়নি। খরচ করা হয়েছে কর্তৃপক্ষের ‘ইচ্ছেমতো’।
১২ ঘণ্টা আগে