Ajker Patrika

নির্বাচন নিয়ে ওয়াশিংটনে সালমান-আজরা জেয়া বৈঠকে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৯: ২৫
নির্বাচন নিয়ে ওয়াশিংটনে সালমান-আজরা জেয়া বৈঠকে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাসেলস সফর শেষে সালমান যুক্তরাষ্ট্রে যান। আজরা জেয়া ও সালমান দুজনেই এক্স প্ল্যাটফর্মে (টুইটার) বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরেন।

আন্ডার সেক্রেটারি জেয়া এক পোস্টে বলেন, সালমান এফ রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান, মিয়ানমারের আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার বিষয়গুলো আলোচনায় এসেছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

সালমান এফ রহমান তাঁর পোস্টে বলেন, গণতন্ত্রে নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র উপায়—এ বিষয়ে তাঁরা একমত হয়েছেন। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে তিনি আজরা জেয়াকে জানিয়েছেন।

সালমান আরও বলেন, নির্দিষ্ট দলকে সমর্থন না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকা নিশ্চিত করতে চায় বলে আজরা জেয়া জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়েও কথা হয়েছে বলে সালমান উল্লেখ করেন।

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আকতার ও দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বৈঠকে উপস্থিত ছিলেন।

আজরা জেয়া ও আফরিন আকতার উভয়েই সম্প্রতি নিজ নিজ সফরে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বারোপ করেছেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দেশে ফিরেছেন। আর তাঁর সফরসঙ্গী সালমান জেয়ার সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত