জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা
‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হলো চতুর্থ জাতীয় পরিসংখ্যান দিবস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় কর্মসূচির মধ্যে ছিল র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে দিবসের মূল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিবিএসের উপমহাপরিচালক পরিমল চন্দ্র বসু।
সভায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, ‘সঠিক পরিসংখ্যান টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে কাজ করে। এই গুরুত্ব বিবেচনা করেই ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। দেশের জনগণকে পরিসংখ্যান বিষয়ে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট পরিসংখ্যান প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘পরিসংখ্যানের কাজ দৃশ্যমান না হওয়ায় এটি নিয়ে তর্ক-বিতর্ক হয়। তর্ক বিতর্ককে আমি পজেটিভলি দেখি। কারণ কোনো কিছু নিয়ে যখন তর্ক-বিতর্ক হয়, তখন বুঝতে হবে যে এটি কাজ করছে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন। উন্নতি রাতারাতি হয় না। প্রযুক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। কারণ প্রযুক্তিগত সহায়তা ছাড়া পরিসংখ্যান সময়ের সঙ্গে উন্নতি করতে পারবে না।’
আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ড অনুযায়ী কাজ করতে হয় বলে বিবিএস স্বাধীনভাবে চলতে পারে না বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাৎ হোসেন বলেন, ‘শুধু স্মার্ট নয়, গুণগত মান সম্পন্ন পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গতি নিয়ে চলাই বিবিএসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএসের উপপরিচালক মেহেনাজ তাবাসসুম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন—পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী, কৃষি উইংয়ের পরিচালক আলাউদ্দিন আল আজাদ, কম্পিউটার উইংয়ের পরিচালক কবির উদ্দিন।
‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হলো চতুর্থ জাতীয় পরিসংখ্যান দিবস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় কর্মসূচির মধ্যে ছিল র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে দিবসের মূল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিবিএসের উপমহাপরিচালক পরিমল চন্দ্র বসু।
সভায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, ‘সঠিক পরিসংখ্যান টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে কাজ করে। এই গুরুত্ব বিবেচনা করেই ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। দেশের জনগণকে পরিসংখ্যান বিষয়ে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট পরিসংখ্যান প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘পরিসংখ্যানের কাজ দৃশ্যমান না হওয়ায় এটি নিয়ে তর্ক-বিতর্ক হয়। তর্ক বিতর্ককে আমি পজেটিভলি দেখি। কারণ কোনো কিছু নিয়ে যখন তর্ক-বিতর্ক হয়, তখন বুঝতে হবে যে এটি কাজ করছে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন। উন্নতি রাতারাতি হয় না। প্রযুক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। কারণ প্রযুক্তিগত সহায়তা ছাড়া পরিসংখ্যান সময়ের সঙ্গে উন্নতি করতে পারবে না।’
আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ড অনুযায়ী কাজ করতে হয় বলে বিবিএস স্বাধীনভাবে চলতে পারে না বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাৎ হোসেন বলেন, ‘শুধু স্মার্ট নয়, গুণগত মান সম্পন্ন পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গতি নিয়ে চলাই বিবিএসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএসের উপপরিচালক মেহেনাজ তাবাসসুম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন—পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী, কৃষি উইংয়ের পরিচালক আলাউদ্দিন আল আজাদ, কম্পিউটার উইংয়ের পরিচালক কবির উদ্দিন।
নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না...
১ ঘণ্টা আগেএখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
৬ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
৬ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১০ ঘণ্টা আগে