কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অন্য দেশ কিংবা বিদেশি রাষ্ট্রদূতেরা কী বললেন, তা বিবেচনায় নেওয়া দরকার বলে মনে করছে না সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে বিদেশিরা কী বলল, তা ধর্তব্য বিষয় নয়। জনগণের ভাবনাই এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়।’
তবে নির্বাচন প্রশ্নে বিদেশিদের মতকে গুরুত্ব না দেওয়ার কথা বলা হলেও বিদেশে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার হলে সক্রিয় হয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের। রোববার রাষ্ট্রদূতদের সঙ্গে এক অনলাইন বৈঠকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী সোমবার সাংবাদিকদের জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রদূতদের সক্রিয় হতে নির্দেশ দিয়ে বলা হয়েছে, কোনো অপপ্রচার হলে কিংবা বিদেশে কেউ কোনো তথ্য প্রচার করলে, সেই তথ্য কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা, তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ঢাকা থেকে সরকার কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার জন্য অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে ব্যবস্থা নিতে হবে।’
নেতিবাচক প্রচারের বিষয়গুলো সামাল দেওয়ার জন্য রোববার একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বাধীন এই কমিটি সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘এ ধরনের কমিটি আগেও ছিল। কর্মকর্তা (বদলি হয়ে) চলে যাওয়ায় তা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। আবার তা সক্রিয় করা হয়েছে। অপপ্রচার হলে এবং তথ্যবিভ্রাট হলে স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রকৃত সত্য তুলে ধরতে কাজ করবে এই কমিটি।’
নির্বাচন-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অনেক স্থানে চাইলেই যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারে না। কিন্তু বাংলাদেশে নিজের ইচ্ছেমতো ভোটে দাঁড়ানো সবার জন্য উন্মুক্ত। এটা বন্ধ করা দরকার।’
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও দেশটির বেসামরিক ব্যক্তিদের গুলিতে বাংলাদেশের নাগরিকেরা প্রায় প্রতিদিন নিহত হওয়ার ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সরকারের ব্যর্থতা নয়। দেখতে হবে কেন কোন লোক মরল।’ এসব মৃত্যুর কারণ খুঁজে দেখার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।
গত এক সপ্তাহে লালমনিরহাট ও সিলেট সীমান্তে বিএসএফ ও ভারতীয় খাসিয়াদের গুলিতে অন্তত তিন বাংলাদেশির মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অন্য দেশ কিংবা বিদেশি রাষ্ট্রদূতেরা কী বললেন, তা বিবেচনায় নেওয়া দরকার বলে মনে করছে না সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে বিদেশিরা কী বলল, তা ধর্তব্য বিষয় নয়। জনগণের ভাবনাই এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়।’
তবে নির্বাচন প্রশ্নে বিদেশিদের মতকে গুরুত্ব না দেওয়ার কথা বলা হলেও বিদেশে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার হলে সক্রিয় হয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের। রোববার রাষ্ট্রদূতদের সঙ্গে এক অনলাইন বৈঠকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী সোমবার সাংবাদিকদের জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রদূতদের সক্রিয় হতে নির্দেশ দিয়ে বলা হয়েছে, কোনো অপপ্রচার হলে কিংবা বিদেশে কেউ কোনো তথ্য প্রচার করলে, সেই তথ্য কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা, তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ঢাকা থেকে সরকার কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার জন্য অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে ব্যবস্থা নিতে হবে।’
নেতিবাচক প্রচারের বিষয়গুলো সামাল দেওয়ার জন্য রোববার একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বাধীন এই কমিটি সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘এ ধরনের কমিটি আগেও ছিল। কর্মকর্তা (বদলি হয়ে) চলে যাওয়ায় তা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। আবার তা সক্রিয় করা হয়েছে। অপপ্রচার হলে এবং তথ্যবিভ্রাট হলে স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রকৃত সত্য তুলে ধরতে কাজ করবে এই কমিটি।’
নির্বাচন-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অনেক স্থানে চাইলেই যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারে না। কিন্তু বাংলাদেশে নিজের ইচ্ছেমতো ভোটে দাঁড়ানো সবার জন্য উন্মুক্ত। এটা বন্ধ করা দরকার।’
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও দেশটির বেসামরিক ব্যক্তিদের গুলিতে বাংলাদেশের নাগরিকেরা প্রায় প্রতিদিন নিহত হওয়ার ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সরকারের ব্যর্থতা নয়। দেখতে হবে কেন কোন লোক মরল।’ এসব মৃত্যুর কারণ খুঁজে দেখার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।
গত এক সপ্তাহে লালমনিরহাট ও সিলেট সীমান্তে বিএসএফ ও ভারতীয় খাসিয়াদের গুলিতে অন্তত তিন বাংলাদেশির মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ ঘণ্টা আগেকোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণীর নোটিশ
১২ ঘণ্টা আগেভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ায় দাফন করা হয়েছে। এসব মৃতদেহের অবয়ব দেখে রেড ক্রিসেন্টসহ লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিহতরা বাংলাদেশের নাগরিক। এদিকে নৌকাডুবির ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
১২ ঘণ্টা আগেইতালিতে পাঠানোর নাম করে নিরীহ চাকরিপ্রার্থীদের লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় করছে ভয়ঙ্কর নিষ্ঠুর মাফিয়া চক্র। সম্প্রতি ইতালিসহ বিশ্বের কয়েকটি গন্তব্যে যেতে আগ্রহী কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা বেড়েছে। মানব পাচারকারীদের কবলে পড়ে নৌকাডুবিতে মৃত্যু ছাড়াও নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে অনেকে।
১৩ ঘণ্টা আগে