Ajker Patrika

মনোনয়ন দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মনোনয়ন দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এই তথ্য জানান। 

ইসি সচিব জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ২ হাজার ৭৪১ জনের মনোনয়নপত্র দাখিলের তথ্য পেয়েছি। ৩০ নিবন্ধিত দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। 

সূত্র জানায়, এবার মাত্র ২১টি মনোনয়ন অনলাইনে দাখিল করা হয়েছে। প্রার্থীদের এই সুযোগ করে দিতে প্রায় ২১ কোটি টাকা খরচ করেছে ইসি। 

ইসির দেওয়া তথ্য অনুযায়ী যেসব দল প্রার্থী দিয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এম, এল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীগ লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন–বিএনএম, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) প্রভৃতি। 

যেসব দল প্রার্থী দেয়নি
বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল–এনডিএম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রভৃতি। 

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ১ হাজার ১০৭, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদে ২ হাজার ৪৬০, ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ২ হাজার ৫৬৩, ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ৩ হাজার ৯৩ এবং ১৯৯১ সালে অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩ হাজার ৮৫৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত