আজকের পত্রিকা ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’
আন্তোনিও গুতেরেস আরও লিখেছেন, ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান, রোহিঙ্গাদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের চেষ্টাসহ জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীরভাবে মূল্যায়ন করে। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করি আমি এবং বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের যে লক্ষ্য, তা পূরণে আপনার সমর্থন অব্যাহত থাকবে।’
জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোর মাধ্যমে এই দেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
আরও আট দেশের অভিনন্দন
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল অভিনন্দন জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লিখেছেন, মিসর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস দীর্ঘ। তিনি আত্মবিশ্বাসী, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা আশাবাদ ব্যক্ত করেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুই দেশ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেলও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’
আন্তোনিও গুতেরেস আরও লিখেছেন, ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান, রোহিঙ্গাদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের চেষ্টাসহ জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীরভাবে মূল্যায়ন করে। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করি আমি এবং বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের যে লক্ষ্য, তা পূরণে আপনার সমর্থন অব্যাহত থাকবে।’
জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোর মাধ্যমে এই দেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
আরও আট দেশের অভিনন্দন
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল অভিনন্দন জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লিখেছেন, মিসর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস দীর্ঘ। তিনি আত্মবিশ্বাসী, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা আশাবাদ ব্যক্ত করেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুই দেশ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেলও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা আপনারাও (রাজনৈতিক দল) নিঃসন্দেহে চান। তাই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে।
১৫ মিনিট আগেক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে দশম জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা ভোটে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট গ্রহণের আগেই তাঁদের বিজয় নিশ্চিত করেছিল আওয়ামী লীগের ক্ষমতায় বহাল থাকা। বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ আর রাখতে চায় না বর্তমান...
১০ ঘণ্টা আগেদেশের থানাগুলোতে ৫ মাস ধরে প্রতি মাসে ১ হাজার ৮০০-এর বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। সেই হিসাবে দিনে ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনায়ই মামলা হয় না—এই বাস্তবতা বিবেচনায় নিলে অপরাধের প্রকৃত মাত্রা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
১০ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ২১ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।
১৪ ঘণ্টা আগে