Ajker Patrika

সবার ভিসাও হবে, হজেও যাবে: ধর্মমন্ত্রী

সবার ভিসাও হবে, হজেও যাবে: ধর্মমন্ত্রী

হজ ভিসা নিয়ে কোনো সংকট নেই দাবি করে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘সব হজযাত্রীর সঠিক সময়ে ভিসাও হবে, হজেও যাবে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ধর্মমন্ত্রী বলেন, ‘যে যেভাবে বলুক, আমাদের ফ্লাইট যখন চালু হচ্ছে, আমাদের হজযাত্রীরা টিকিট নিচ্ছে, ভিসা নিচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব। হজযাত্রী নেওয়ার দায়িত্ব সৌদি সরকারের। ভিসা দেওয়ার দায়িত্বও তাদের। তারা যদি হজযাত্রী না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি, সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে।’ 

অর্ধেকের বেশি ভিসা এখনো হয়নি—এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ অর্ধেক যারা আছে, তারা এই তিন দিনের মধ্যে সবাই চলে যাবে? আমরা সমস্যা অনুভব করছি না। আমরা সঠিক সময় আমাদের সব কাজই করতে পারব।’ 

ভিসা আবেদনের সময় কত দিন বেড়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে চাননি ধর্মমন্ত্রী। কারণ সময় জানলে গতি কমে যায়, সবাই যেন স্বল্প সময়ের মধ্যে ভিসা আবেদন করে ফেলে, এ জন্য তিনি শেষ সময়টা জানাতে চান না। 

তবে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১১ মে পর্যন্ত ভিসা আবেদন করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত