Ajker Patrika

করোনায় বিমানের কর্মীদের বেতন কমানো হয়েছে, সংসদে বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুন ২০২১, ১৪: ২৩
করোনায় বিমানের কর্মীদের বেতন কমানো হয়েছে, সংসদে বিমান প্রতিমন্ত্রী

ঢাকা: করোনা পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কমানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক, পাইলট ও অন্যদের ক্ষেত্রে গ্রেড অনুযায়ী বেতন কর্তন করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব কথা বলেন। 

মাহবুব আলী বলেন, 'করোনা পরিস্থিতি মোকাবিলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাটা হয়েছে। ২০২০ সালের এপ্রিল মাস থেকে পাইলট ব্যতীত প্লে গ্রুপ অনুযায়ী ১০ থেকে ২৫ শতাংশ হারে বেতন কাটা হয়েছে। পরে তা কমিয়ে চলতি বছরের মার্চে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।

মাহবুব আলী আরও বলেন, 'বিমানের উড্ডয়ন ঘণ্টা এবং গ্রেড অনুযায়ী পাইলটদের মোট বেতন ২০২০ সালের এপ্রিল হতে ২৫ থেকে ৫০ শতাংশ কমানো হয়েছে। সর্বশেষ গত মার্চ থেকে তা কমিয়ে ১৫ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকদের ক্ষেত্রে ২০২০ সালের এপ্রিলে ২৫ শতাংশ হারে কর্তন করা হয়। আর চলতি বছরের মার্চ থেকে কমিয়ে ১৫ শতাংশ হারে কর্তন করা হচ্ছে।' 

সরকারদলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের সবগুলো অভ্যন্তরীণ রুটেই বর্তমানে তিনটি দেশি বিমান সংস্থার ফ্লাইট পরিচালিত হচ্ছে। সংস্থাগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা ও নভোএয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত