গণবিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা ধরে নিয়েই ভোটের প্রস্তুতিতে আরেক ধাপ এগিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদের পর এবার নতুন দলের নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের লক্ষ্যে আবেদন চেয়ে গতকাল সোমবার এই গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চায়, তারা আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে পারবে। এরপর পর্যালোচনা ও যাচাই-বাছাই করে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নতুন করে শর্তারোপ বা শর্ত শিথিল করা হয়নি জানিয়ে ইসি সচিব বলেন, বিদ্যমান আইন-বিধি মেনেই আবেদন করতে হবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯। সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।
এদিকে সীমানা পুনর্নির্ধারণ আইন, দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নীতিমালাও নিয়ে কাজ করছে ইসি। ইতিমধ্যে সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সংস্থাটি। মন্ত্রণালয় থেকে সম্প্রতি কিছু ব্যাখ্যা চেয়ে ইসিতে সেটি ফেরত পাঠানো হয়েছে। এখন ইসি তার ব্যাখ্যা নিয়ে কাজ করছে।
সিইসি-সারাহ কুক বৈঠক
গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সারা কুক বলেন, ‘যুক্তরাজ্য ঐকমত্য এবং সংস্কারপ্রক্রিয়ায় সমর্থন করে; আশা করি তা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়তা করবে।’ এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্ন নেননি।
পরে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘তাঁরা জাতীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি কী রকম, কোন পর্যায়ে আছি এবং কী ধরনের প্রস্তুতি চলছে, বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা ভোটার নিবন্ধন, নতুন দলের নিবন্ধনসহ শিগগির কেনাকাটায় যাব। যেসব কাজ সময়সাপেক্ষ, ছয়-সাত মাস সময় লাগে, এগুলো শুরু করাসহ যা যা করছি, সব জানিয়েছি।’
সিইসি আরও বলেন, ‘দেশি পর্যবেক্ষক নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। যথাসময়ে পর্যবেক্ষক নিবন্ধনের কাজটি শুরু করব। যেহেতু একটি সময়সীমা আছে ডিসেম্বর, সেটাকে মাথায় রেখেই প্রস্তুতি নিয়ে রাখছি। ডিসেম্বরে নির্বাচন হলে তো অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আমরা যাতে টাইমলাইনটা মিস না করি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি, আমরা তাদের বুঝিয়েছি। তাঁরা খুবই প্রশংসা করেছেন।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে সিইসি জানান, না, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা ধরে নিয়েই ভোটের প্রস্তুতিতে আরেক ধাপ এগিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদের পর এবার নতুন দলের নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের লক্ষ্যে আবেদন চেয়ে গতকাল সোমবার এই গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চায়, তারা আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে পারবে। এরপর পর্যালোচনা ও যাচাই-বাছাই করে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নতুন করে শর্তারোপ বা শর্ত শিথিল করা হয়নি জানিয়ে ইসি সচিব বলেন, বিদ্যমান আইন-বিধি মেনেই আবেদন করতে হবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯। সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।
এদিকে সীমানা পুনর্নির্ধারণ আইন, দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নীতিমালাও নিয়ে কাজ করছে ইসি। ইতিমধ্যে সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সংস্থাটি। মন্ত্রণালয় থেকে সম্প্রতি কিছু ব্যাখ্যা চেয়ে ইসিতে সেটি ফেরত পাঠানো হয়েছে। এখন ইসি তার ব্যাখ্যা নিয়ে কাজ করছে।
সিইসি-সারাহ কুক বৈঠক
গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সারা কুক বলেন, ‘যুক্তরাজ্য ঐকমত্য এবং সংস্কারপ্রক্রিয়ায় সমর্থন করে; আশা করি তা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়তা করবে।’ এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্ন নেননি।
পরে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘তাঁরা জাতীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি কী রকম, কোন পর্যায়ে আছি এবং কী ধরনের প্রস্তুতি চলছে, বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা ভোটার নিবন্ধন, নতুন দলের নিবন্ধনসহ শিগগির কেনাকাটায় যাব। যেসব কাজ সময়সাপেক্ষ, ছয়-সাত মাস সময় লাগে, এগুলো শুরু করাসহ যা যা করছি, সব জানিয়েছি।’
সিইসি আরও বলেন, ‘দেশি পর্যবেক্ষক নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। যথাসময়ে পর্যবেক্ষক নিবন্ধনের কাজটি শুরু করব। যেহেতু একটি সময়সীমা আছে ডিসেম্বর, সেটাকে মাথায় রেখেই প্রস্তুতি নিয়ে রাখছি। ডিসেম্বরে নির্বাচন হলে তো অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আমরা যাতে টাইমলাইনটা মিস না করি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি, আমরা তাদের বুঝিয়েছি। তাঁরা খুবই প্রশংসা করেছেন।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে সিইসি জানান, না, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।
নির্বাচিত সংসদই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনবে, এমনটাই বলছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। অন্যদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখন। জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোও সংবিধান সংশোধনে
৪ ঘণ্টা আগেগত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে প্রতিক্রিয়াটি তুলে ধরা
৬ ঘণ্টা আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৬ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৬ ঘণ্টা আগেঅগাস্টে দেশে ফেরার পর মুহাম্মদ ইউনূসের সামনে ছিল এক ভয়াবহ বাস্তবতা। ঢাকার রাস্তায় তখনও রক্তের দাগ শুকায়নি। মর্গে স্তূপ হয়ে থাকা শত শত লাশের গায়ে পুলিশের গুলির চিহ্ন। ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্রদের নেতৃত্বে এক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। জনগণের প্রতিশোধের ভয়ে দেশ ছেড়ে পালান তিনি।
৭ ঘণ্টা আগে