কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশে নদীশাসনের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি আছে। একটি প্রকল্প প্রস্তাবও জমা দিয়েছে দেশটি। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার (২৮ জানুয়ারি) জানান, বাংলাদেশ সরকারের কাছ থেকে এ বিষয়ে একটি ফিরতি প্রস্তাবের অপেক্ষায় আছে তাঁর দেশ।
রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।
তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন অঙ্গীকারবদ্ধ, এমনটি জানিয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের কাছ থেকে ফিরতি প্রস্তাবের অপেক্ষায় আছে তাঁর দেশ। প্রস্তাব এলে বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে পরবর্তী আলোচনা হবে।
২০১৬ সালে চীনের সঙ্গে নদী শাসন বিষয়ে চুক্তিটি সই হয়। পরবর্তীতে ভারতের আপত্তির মুখে তিস্তা নদীকে কেন্দ্র করে চীনা প্রকল্পটি আটকে যায় বলে সরকারি কয়েকটি সূত্র জানায়।
মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানো প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘প্রত্যাবাসন এখন কিছুটা সমস্যার মুখে পড়েছে। এ ক্ষেত্রে চীন কাজ করছে। মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। এ অবস্থায় অস্ত্রবিরতির জন্য চীন মধ্যস্থতা করছে। রাখাইনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠা হলে সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবার আলোচনার পথ সুগম হবে।’
রাষ্ট্রদূত বলেন, ‘চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনায় আস্থাশীল থাকা উচিত।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এখন অনুকূল সময় নয়। তবে আশা করা হচ্ছে, প্রত্যাবাসন শিগগিরই শুরু করা যাবে।’ চীনা রাষ্ট্রদূত দ্রুততম সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের জন্য অনুরোধ জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশে নদীশাসনের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি আছে। একটি প্রকল্প প্রস্তাবও জমা দিয়েছে দেশটি। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার (২৮ জানুয়ারি) জানান, বাংলাদেশ সরকারের কাছ থেকে এ বিষয়ে একটি ফিরতি প্রস্তাবের অপেক্ষায় আছে তাঁর দেশ।
রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।
তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন অঙ্গীকারবদ্ধ, এমনটি জানিয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের কাছ থেকে ফিরতি প্রস্তাবের অপেক্ষায় আছে তাঁর দেশ। প্রস্তাব এলে বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে পরবর্তী আলোচনা হবে।
২০১৬ সালে চীনের সঙ্গে নদী শাসন বিষয়ে চুক্তিটি সই হয়। পরবর্তীতে ভারতের আপত্তির মুখে তিস্তা নদীকে কেন্দ্র করে চীনা প্রকল্পটি আটকে যায় বলে সরকারি কয়েকটি সূত্র জানায়।
মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানো প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘প্রত্যাবাসন এখন কিছুটা সমস্যার মুখে পড়েছে। এ ক্ষেত্রে চীন কাজ করছে। মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। এ অবস্থায় অস্ত্রবিরতির জন্য চীন মধ্যস্থতা করছে। রাখাইনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠা হলে সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবার আলোচনার পথ সুগম হবে।’
রাষ্ট্রদূত বলেন, ‘চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনায় আস্থাশীল থাকা উচিত।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এখন অনুকূল সময় নয়। তবে আশা করা হচ্ছে, প্রত্যাবাসন শিগগিরই শুরু করা যাবে।’ চীনা রাষ্ট্রদূত দ্রুততম সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের জন্য অনুরোধ জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। গত ১০ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। দেশের ইতিহাসে প্রথম কোনো আইজিপির বিরুদ্ধে এই নোটিশ জারি হলো।
৩৪ মিনিট আগেপ্রথম পর্যায়ের আলোচনায় বিএনপির সঙ্গে কিছু বিষয়ে একমত হওয়া গেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। মতভিন্নতার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অনেকগুলো ক্ষেত্রে তারা নীতিনির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী
৩ ঘণ্টা আগে‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি গতকাল সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৭ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু কীভাবে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে, সেই পদক্ষেপ নেয়নি তারা। অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকারের বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে...
১৩ ঘণ্টা আগে