Ajker Patrika

পুলিশ-বিজিবির ওপর নির্মমভাবে আক্রমণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৯: ২১
Thumbnail image

আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে প্রধানমন্ত্রী যৌক্তিক দাবিগুলো ক্রমান্বয়ে মেনে নেবেন। কিন্তু সেই সুযোগ শিক্ষার্থীরা দেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আক্রমণকারীদের প্রধান আক্রোশই ছিল পুলিশ এবং আওয়ামী লীগের প্রতি। পুলিশ ও বিজিবির ওপর নির্মমভাবে আক্রমণ করেছে। 

আজ শনিবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
 
আসাদুজ্জামান খান বলেন, র‍্যাব, পুলিশ, বিজিবি যখন একত্রে পারছিল না, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। খুব শিগগিরই এই অবস্থা থেকে পরিত্রাণ পাব। ছাত্রদের মিসগাইড করে ঘটনাগুলো ঘটিয়েছে, অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ছাত্রলীগের অনেকেই শাহাদতবরণ করেছে। তিনজন পুলিশ মারা গেছেন। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বর্তমানে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাংবাদিকদের দায়িত্ব এসব গুজব থেকে দেশকে রক্ষা করা।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাঁদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি দনিয়া, কাজলা, রায়েরবাগ, শনির আখড়ার ধ্বংসস্তূপ ও মেয়র হানিফ ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত টোলপ্লাজা, সিদ্ধিরগঞ্জের প্রিয়ম নিবাস, সাইনবোর্ড পিবিআই কার্যালয়, ভুইগড় পাসপোর্ট অফিস, ঝালকুড়ি শিল্প পুলিশ লাইন, বিজিবি ক্যাম্প ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, র‍্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

যাত্রাবাড়ী চৌরাস্তা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ইকবাল হোসেন। ডিসি জানান, সহিংসতায় পুলিশের দুজন নিহত ও আহত তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। কদমতলীতে পুলিশের এক সোর্সকে পিটিয়ে হত্যা করা হয়। সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮-১০টি মামলা করে। স্বজনেরা মামলা করেন ৮-১০টি। ঘটনায় জড়িত সন্দেহে দুই শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত