টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
রূপপুর পাওয়ার প্রজেক্ট শেষ করতে পারাটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য রূপপুর পাওয়ার প্রজেক্ট। সেটা শেষ করতে পারাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করি। তা-ও প্রায় শেষের কাছে। সুতরাং এটাও পারব। আর্মি ও সিভিলিয়ান মিলিতভাবে এটাকে পরিচালনা করছি। মূলত এটার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবার আমার ঘাড়ে জোয়াল চাপিয়েছেন, এটাই বলব।’
আজ বুধবার বেলা ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা বলেছেন, দেশটা করাপশন (দুর্নীতি) মুক্ত হবে, আমরা সেই পথেরই পথিক। এ পর্যন্ত যেভাবে আমরা কাজকর্ম করেছি, তার ছোট্ট একটি উদাহরণ হলো, এখানে প্রথম শ্রেণির চাকরিতে প্রায় ১ হাজার ৬০০ ছেলে-মেয়ে নেওয়া হয়েছে। আর তাতে কেউ এক পয়সাও ঘুষ খায়নি। মূলত এই প্রকল্প হওয়া মানে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাওয়া। বিশ্বের পারমাণবিক শক্তিধারী ৩৩তম দেশ হবে বাংলাদেশ।’
স্মার্ট বাংলাদেশ গড়া প্রসঙ্গে মন্ত্রী ইয়াফেস বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বানাব আর ইলেকট্রিসিটি দিতে পারব না, এটার প্রশ্নই ওঠে না। ২০২৪ সালে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। এ ছাড়া আমরা নিউক্লিয়ার নিয়ে কাজ করছি। এর চাইতে বড় স্মার্ট আর কী হতে পারে! এটার খরচ হবে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। বাংলাদেশে এত বড় প্রকল্প আজ পর্যন্ত হয় নাই। এটাকে শেষ করতে পারলে বাংলাদেশ স্মার্ট না, স্মার্টেস্ট দেশ হয়ে যাবে।’
এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শেখ ওলিদুর রহমান হীরা, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রূপপুর পাওয়ার প্রজেক্ট শেষ করতে পারাটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য রূপপুর পাওয়ার প্রজেক্ট। সেটা শেষ করতে পারাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করি। তা-ও প্রায় শেষের কাছে। সুতরাং এটাও পারব। আর্মি ও সিভিলিয়ান মিলিতভাবে এটাকে পরিচালনা করছি। মূলত এটার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবার আমার ঘাড়ে জোয়াল চাপিয়েছেন, এটাই বলব।’
আজ বুধবার বেলা ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা বলেছেন, দেশটা করাপশন (দুর্নীতি) মুক্ত হবে, আমরা সেই পথেরই পথিক। এ পর্যন্ত যেভাবে আমরা কাজকর্ম করেছি, তার ছোট্ট একটি উদাহরণ হলো, এখানে প্রথম শ্রেণির চাকরিতে প্রায় ১ হাজার ৬০০ ছেলে-মেয়ে নেওয়া হয়েছে। আর তাতে কেউ এক পয়সাও ঘুষ খায়নি। মূলত এই প্রকল্প হওয়া মানে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাওয়া। বিশ্বের পারমাণবিক শক্তিধারী ৩৩তম দেশ হবে বাংলাদেশ।’
স্মার্ট বাংলাদেশ গড়া প্রসঙ্গে মন্ত্রী ইয়াফেস বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বানাব আর ইলেকট্রিসিটি দিতে পারব না, এটার প্রশ্নই ওঠে না। ২০২৪ সালে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। এ ছাড়া আমরা নিউক্লিয়ার নিয়ে কাজ করছি। এর চাইতে বড় স্মার্ট আর কী হতে পারে! এটার খরচ হবে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। বাংলাদেশে এত বড় প্রকল্প আজ পর্যন্ত হয় নাই। এটাকে শেষ করতে পারলে বাংলাদেশ স্মার্ট না, স্মার্টেস্ট দেশ হয়ে যাবে।’
এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শেখ ওলিদুর রহমান হীরা, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না...
২ ঘণ্টা আগেএখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
৭ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১১ ঘণ্টা আগে