অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির অবস্থার ওপর একটি শ্বেতপত্রে আজ রোববার এ তথ্য তুলে ধরা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে জমা দেয়।
তারা শেখ হাসিনার শাসনামলে হওয়া দুর্নীতি, লুটপাট এবং পরিসংখ্যানগত কারসাজির মাত্রা দেখে আতঙ্কিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।
‘ডিসেকশন অব অ্যা ডেভেলপমেন্ট ন্যারেটিভ’ শিরোনামের এই প্রতিবেদনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আশা করা হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং শীর্ষ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রতিবেদনটি হস্তান্তর করেন। যাতে বলা হয়, শেখ হাসিনার দুর্নীতিপূর্ণ শাসনামলে, যা দেশকে এক দুর্নীতিপরায়ণ অবস্থায় রেখে গিয়েছিল।
কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি একটি যুগান্তকারী কাজ এবং এটি চূড়ান্ত করার পর প্রকাশ করা উচিত। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করাও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দলিল। এটি আমাদের দেখাবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর আমরা কী অর্থনীতি উত্তরাধিকার পেয়েছি। জাতি এই দলিল থেকে উপকৃত হবে।’
প্রধান উপদেষ্টা বলের, ‘আমাদের রক্ত হিম হয়ে যায় জানতে যে কীভাবে তারা প্রকাশ্যে অর্থনীতি লুটপাট করেছে। আমাদের বেশির ভাগই তা প্রতিহত করার সাহস জোগাতে পারেনি।’ তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহু-পক্ষীয় সংস্থাগুলোও তখন এই লুটপাট নিয়ে নীরব ছিল।
কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তাঁরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছেন এবং সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। সমস্যা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর। ৩০টি অধ্যায় এবং ৪০০ পৃষ্ঠার এই শ্বেতপত্রটি দেখাবে কীভাবে পৃষ্ঠপোষক পুঁজিবাদ অলিগার্কদের সৃষ্টি করেছিল, যারা নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করেছিল।
কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, তাঁরা ২৯টি বৃহৎ প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্প বিশ্লেষণ করেছেন, যার প্রত্যেকটির বাজেট ১০ হাজার কোটি টাকার বেশি। এই ২৯টি প্রকল্পে মোট খরচ ছিল ৮৭ বিলিয়ন ডলার বা ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা। বিশ্লেষণ করা সাতটি প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। পরে প্রকল্প ব্যয় ১ লাখ ৯৫ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়, জমির মূল্য বাড়িয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে কারসাজি দেখিয়ে।
অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি বিশেষ প্রসিকিউশন শুরু করা উচিত বলে মনে করেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।
কমিটির সদস্য অধ্যাপক এ কে এনামুল হক বলেন, গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, যার ৪০ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে।
কমিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ বলেন, গত সরকারের সময় মোট জিডিপির ৬ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছিল। এটি অর্ধেকে কমানো গেলে, শিক্ষার বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্যের বাজেট তিনগুণ করা যেত।
কমিটির আরেক সদস্য এম তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদনে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। যদি ঘুষের হার ১০ শতাংশ ধরা হয়, তবে এর পরিমাণ অন্তত ৩ বিলিয়ন ডলার।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথী এবং এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির অবস্থার ওপর একটি শ্বেতপত্রে আজ রোববার এ তথ্য তুলে ধরা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে জমা দেয়।
তারা শেখ হাসিনার শাসনামলে হওয়া দুর্নীতি, লুটপাট এবং পরিসংখ্যানগত কারসাজির মাত্রা দেখে আতঙ্কিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।
‘ডিসেকশন অব অ্যা ডেভেলপমেন্ট ন্যারেটিভ’ শিরোনামের এই প্রতিবেদনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আশা করা হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং শীর্ষ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রতিবেদনটি হস্তান্তর করেন। যাতে বলা হয়, শেখ হাসিনার দুর্নীতিপূর্ণ শাসনামলে, যা দেশকে এক দুর্নীতিপরায়ণ অবস্থায় রেখে গিয়েছিল।
কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি একটি যুগান্তকারী কাজ এবং এটি চূড়ান্ত করার পর প্রকাশ করা উচিত। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করাও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দলিল। এটি আমাদের দেখাবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর আমরা কী অর্থনীতি উত্তরাধিকার পেয়েছি। জাতি এই দলিল থেকে উপকৃত হবে।’
প্রধান উপদেষ্টা বলের, ‘আমাদের রক্ত হিম হয়ে যায় জানতে যে কীভাবে তারা প্রকাশ্যে অর্থনীতি লুটপাট করেছে। আমাদের বেশির ভাগই তা প্রতিহত করার সাহস জোগাতে পারেনি।’ তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহু-পক্ষীয় সংস্থাগুলোও তখন এই লুটপাট নিয়ে নীরব ছিল।
কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তাঁরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছেন এবং সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। সমস্যা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর। ৩০টি অধ্যায় এবং ৪০০ পৃষ্ঠার এই শ্বেতপত্রটি দেখাবে কীভাবে পৃষ্ঠপোষক পুঁজিবাদ অলিগার্কদের সৃষ্টি করেছিল, যারা নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করেছিল।
কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, তাঁরা ২৯টি বৃহৎ প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্প বিশ্লেষণ করেছেন, যার প্রত্যেকটির বাজেট ১০ হাজার কোটি টাকার বেশি। এই ২৯টি প্রকল্পে মোট খরচ ছিল ৮৭ বিলিয়ন ডলার বা ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা। বিশ্লেষণ করা সাতটি প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। পরে প্রকল্প ব্যয় ১ লাখ ৯৫ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়, জমির মূল্য বাড়িয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে কারসাজি দেখিয়ে।
অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি বিশেষ প্রসিকিউশন শুরু করা উচিত বলে মনে করেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।
কমিটির সদস্য অধ্যাপক এ কে এনামুল হক বলেন, গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, যার ৪০ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে।
কমিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ বলেন, গত সরকারের সময় মোট জিডিপির ৬ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছিল। এটি অর্ধেকে কমানো গেলে, শিক্ষার বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্যের বাজেট তিনগুণ করা যেত।
কমিটির আরেক সদস্য এম তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদনে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। যদি ঘুষের হার ১০ শতাংশ ধরা হয়, তবে এর পরিমাণ অন্তত ৩ বিলিয়ন ডলার।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথী এবং এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলনের সময়কার সহিংস দমন অভিযানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগে নতুন অডিওপ্রমাণ সামনে এনেছে বিবিসি। এতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের দমন করার জন্য সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন। নতুন এই তথ্য প্রকাশের পর সরব হয়েছে আন্তর্জাতিক
৩০ মিনিট আগেসাজা থেকে বাঁচতে দল বেঁধে চেয়ারম্যানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন আন্দোলনে অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। গত দুই দিনে আয়কর ও কাস্টমস ক্যাডারের তিন শর বেশি কর্মকর্তা চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন। তাঁদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত
৩২ মিনিট আগেঢাকায় একটি ‘চায়না টাউন’ প্রতিষ্ঠার সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ ও শিল্প সহযোগিতা প্রসারে আয়োজিত এক সেমিনারে তিনি এই প্রস্তাব রাখেন।
৩ ঘণ্টা আগেচীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তাঁর দেশ বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে ১২টি সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করেছে। শিল্প, বাণিজ্য, শিক্ষা, পরিবেশ সুরক্ষা ও পানিসম্পদসহ ১২টি ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে তিন দেশ কাজ করছে।
৩ ঘণ্টা আগে