Ajker Patrika

কিছু লোক সর্দি-কাশি হলেই বিদেশে যায়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২০: ০৬
কিছু লোক সর্দি-কাশি হলেই বিদেশে যায়: প্রধানমন্ত্রী

ধনী কিছু লোক দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা না রেখে সর্দি-কাশি হলেই বিদেশে চলে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের পঞ্চম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার সময়ে ধনীরা দেশে বাধ্য হয়ে চিকিৎসা নিয়েছেন। তারা দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা রাখতে পারেন না। অতিমারি করোনাকালে দেশের চিকিৎসকেরা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছিলাম। এখন প্রতিটি বিভাগেই করে দিচ্ছি। প্রতিটি জেলায়ও একটি করে মেডিকেল কলেজ হবে। আমাদের দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বেশি ছিল। মাতৃমৃত্যু কমাতে বিনা মূল্যে ওষুধ দিচ্ছে সরকার।’

করোনা প্রতিরোধী ভ্যাকসিনের পেছনে সরকার পানির মতো টাকা খরচ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের পেছনে টাকা ব্যয় নিয়ে নানা কথা বলা হচ্ছে। অথচ টিকা বিনা মূল্যে দেওয়া হয়েছে। প্লেন ভাড়া করে টিকা আনা হয়েছে। সেগুলো দিতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত