নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন আবেদন কম জমা পড়ছে।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় আপিল গ্রহণ, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই কয়েক দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত আপিল আবেদন করা যাবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।
শুরুর দিন আপিল আবেদন জমা পড়ছে কম। অনেকেই আপিল করার নিয়মকানুন দেখে যাচ্ছেন। বেলা পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে দুটি, ফরিদপুর অঞ্চলে তিন, চট্টগ্রাম অঞ্চলে দুই, ময়মনসিংহ অঞ্চলে চার, বরিশাল অঞ্চলে এক, খুলনা অঞ্চলে এক এবং রংপুর অঞ্চলে একটি আবেদন জমা পড়েছে। আর রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
সংগীতশিল্পী ডলি সায়ন্তনি নির্বাচন ভবনে এসেছেন। তিনি জানান, আপিল আবেদন করবেন। পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি।
মনোনয়নপত্র বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিলখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতায় বেশিসংখ্যক আবেদন বাতিল হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন আবেদন কম জমা পড়ছে।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় আপিল গ্রহণ, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই কয়েক দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত আপিল আবেদন করা যাবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।
শুরুর দিন আপিল আবেদন জমা পড়ছে কম। অনেকেই আপিল করার নিয়মকানুন দেখে যাচ্ছেন। বেলা পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে দুটি, ফরিদপুর অঞ্চলে তিন, চট্টগ্রাম অঞ্চলে দুই, ময়মনসিংহ অঞ্চলে চার, বরিশাল অঞ্চলে এক, খুলনা অঞ্চলে এক এবং রংপুর অঞ্চলে একটি আবেদন জমা পড়েছে। আর রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
সংগীতশিল্পী ডলি সায়ন্তনি নির্বাচন ভবনে এসেছেন। তিনি জানান, আপিল আবেদন করবেন। পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি।
মনোনয়নপত্র বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিলখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতায় বেশিসংখ্যক আবেদন বাতিল হয়েছে।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৭ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৮ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৮ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
১০ ঘণ্টা আগে