Ajker Patrika

উসকানিমূলক ভিডিও সরাতে বিটিআরসিসহ ফেসবুক ও ইউটিউবকে আইনি নোটিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উসকানিমূলক ভিডিও সরাতে বিটিআরসিসহ ফেসবুক ও ইউটিউবকে আইনি নোটিশ 

উসকানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ ও ভিডিও সরিয়ে ফেলতে ফেসবুক ও ইউটিউবকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরাফাত হোসেন খান। ফেসবুক ও ইউটিউব বাংলাদেশের পাবলিক পলিসি বিষয়ক প্রধান শাবনাজ রশিদ দিয়া, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ বেশ কয়েকজনকে উল্লেখ করে এই নোটিশ পাঠানো হয়েছে। 

আজ রোববার পাঠানো এই নোটিশে উল্লেখ করা হয়েছে, তারা অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে উসকানিমূলক পোস্টের ওপর নজর রাখতে ও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন যা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ও জনজীবনের শৃঙ্খলার জন্য হুমকি। ভুয়া তথ্য রাষ্ট্রযন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে যা বাংলাদেশের সংবিধান, টেলিকমিউনিকেশন আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনেরও লঙ্ঘন। 

মোট ছয়টি ভিডিও দেশের জন্য উসকানিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে এই নোটিশে। যার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো তেলের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো পুলিশ-জনতা গোলাগুলি করছে এমন একটি ভিডিও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স প্রকাশ করেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে দেশের জ্বালানি মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান চলছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। অপর একটি ভিডিওতে বলা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনো এক বক্তব্যে বলেছেন, যারাই তেলের দাম বৃদ্ধির বিষয়ে কথা বলবে তাদেরই গ্রেপ্তার করা হবে। এমন আরও তিনটি ভিডিও আছে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পরেছে। 

নোটিশে আরও বলা হয়, সম্প্রতি দেখা গেছে ফেসবুক ও ইউটিউব তাদের নজরদারি কৌশল পুরোপুরি অনুসরণ করছে না। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশি ঘটছে। বাংলাদেশে প্রচুর ভুয়া সংবাদ, কনটেন্ট, ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীর সম্মানহানি হচ্ছে। পররাষ্ট্রনীতির অনেক স্পর্শকাতর তথ্যের ভুল ব্যাখ্যা দিয়ে সম্প্রচারের কারণে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বাংলাদেশেরও। বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা ও দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এমন কাজ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নিলুফার আনজুম এবং জজ কোর্টের ব্যারিস্টার আশরাফুল ইসলামের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন আরাফাত হোসেন খান। 

করোনা পরবর্তী সময়ে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট পরিস্থিতিতে পুরো বিশ্ব অর্থনৈতিক সংকটে পড়েছে।। বিশ্ব অর্থনীতির অংশ হিসেবে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। পশ্চিমা দেশসহ বেশ কিছু দেশ মুদ্রাস্ফীতি, বেকারত্ব সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানির দাম বৃদ্ধির মতো সমস্যায় জর্জরিত। সারা বিশ্বেই এখন অস্থিরতা তৈরিতে ফেসবুক ও ইউটিউবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছড়িয়ে দেওয়া হচ্ছে গুজব ও ভুয়া খবর এমন উল্লেখ করে নোটিশে দাবি করা হয়, বিটিআরসি ও ডিএসএর স্পষ্ট নীতি ও ফেসবুক-ইউটিউবের সাম্প্রতিক রেগুলেশন না জানার কারণে ভুয়া খবর ছড়িয়ে পড়ছে এবং সহিংসতা ও অস্থিরতা তৈরি করছে। ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা এসব ভিডিও তাদের নিজেদের নীতি পরিপন্থী। 

আইনি নোটিশের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র আজকের পত্রিকাকে বলেন, এই নোটিশের বিষয়ে আমার জানা নেই। নোটিশ দিয়ে থাকলে এটা আমাদের লিগ্যাল শাখায় আসবে। তারপর আমরা জানতে পারব। সংস্থাটির লিগ্যাল শাখার কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নোটিশের বিষয়ে তারা কিছু জানেন না। 

ব্যারিস্টার আরাফাত হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ফেসবুক এবং ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই আমাদের বাক স্বাধীনতা চর্চার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে কিন্তু আমাদের মনে রাখতে হবে বাক্‌স্বাধীনতার চর্চার নামে দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা যেন সহিংসতা এবং নাশকতাকে উৎসাহিত না করি। এ বিষয়ে অবশ্যই বিটিআরসি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, ফেসবুক, ইউটিউবসহ সকল কর্তৃপক্ষকে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত