নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘স্বপ্নের’ মেট্রোরেলে চেপে মাত্র ১০ মিনিটে দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার উদ্বোধনের পর আনুষ্ঠানিকতা শেষে বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীসহ ২০০ জন অতিথি সঙ্গে নিয়ে দিয়াবাড়ী স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন তিনি। দুপুর ১টা ৫৩ মিনিটে মেট্রোরেলটি ছেড়ে যায়। ১০ মিনিট ১০ সেকেন্ড বিরতিহীন যাত্রা শেষে আগারগাঁও স্টেশনে থামে।
আগারগাঁও স্টেশনে নেমে শেখ রেহানাসহ অন্যদের সঙ্গে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের হাতে মেট্রোরেলের টিকিট দেখা যায়।
এর আগে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী। বোন শেখ রেহানাও টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন।
উত্তরা উত্তর স্টেশনে দুটি ট্রেন ছিল। এর মধ্যে প্রথম ট্রেনটি দুপুর ১টা ৩৯ মিনিটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরেরটায় যাত্রী হন তিনি।
এর আগে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি/এ-এর মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজির আয়োজন ছিল না।
বক্তব্য শেষে উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করেন শেখ হাসিনা। উদ্বোধন ফলকের পাশে একটি তেঁতুলগাছের চারা রোপণ করেন। এরপর সেখান থেকে প্ল্যাটফর্মে উঠে টিকিট মেশিন ব্যবহার করে টিকিট কেনেন সরকারপ্রধান।
সেখানে তাঁকে মেট্রোরেল ও প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। তৃতীয় তলার প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের সূচনা করেন। স্মারক হিসাবে সবুজ পতাকায় স্বাক্ষরও করেন তিনি।
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন:
‘স্বপ্নের’ মেট্রোরেলে চেপে মাত্র ১০ মিনিটে দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার উদ্বোধনের পর আনুষ্ঠানিকতা শেষে বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীসহ ২০০ জন অতিথি সঙ্গে নিয়ে দিয়াবাড়ী স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন তিনি। দুপুর ১টা ৫৩ মিনিটে মেট্রোরেলটি ছেড়ে যায়। ১০ মিনিট ১০ সেকেন্ড বিরতিহীন যাত্রা শেষে আগারগাঁও স্টেশনে থামে।
আগারগাঁও স্টেশনে নেমে শেখ রেহানাসহ অন্যদের সঙ্গে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের হাতে মেট্রোরেলের টিকিট দেখা যায়।
এর আগে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী। বোন শেখ রেহানাও টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন।
উত্তরা উত্তর স্টেশনে দুটি ট্রেন ছিল। এর মধ্যে প্রথম ট্রেনটি দুপুর ১টা ৩৯ মিনিটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরেরটায় যাত্রী হন তিনি।
এর আগে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি/এ-এর মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজির আয়োজন ছিল না।
বক্তব্য শেষে উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করেন শেখ হাসিনা। উদ্বোধন ফলকের পাশে একটি তেঁতুলগাছের চারা রোপণ করেন। এরপর সেখান থেকে প্ল্যাটফর্মে উঠে টিকিট মেশিন ব্যবহার করে টিকিট কেনেন সরকারপ্রধান।
সেখানে তাঁকে মেট্রোরেল ও প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। তৃতীয় তলার প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের সূচনা করেন। স্মারক হিসাবে সবুজ পতাকায় স্বাক্ষরও করেন তিনি।
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন:
শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতার পরও আগামীকাল শুক্রবার পূর্বনির্ধারিত সময়েই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই অনুষ্ঠানে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
১ ঘণ্টা আগেচিফ প্রসিকিউটর যুক্তিতর্ক উপস্থাপনের সময় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়; ৩৫ হাজারজন আহত হন। ১ হাজার ৪০০ জনকে হত্যায় প্রত্যেকের জন্য একবার করে হলেও শেখ হাসিনার ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। যেহেতু সেটা সম্ভব না, তাই অন্তত একবার তাঁর চরম দণ্ড (মৃত্যুদণ্ড) হতে
১ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষরের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন কমিশনের একটি প্রতিনিধি দল।
১ ঘণ্টা আগেএতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।
২ ঘণ্টা আগে