Ajker Patrika

লাইসেন্সবিহীন কোনো ওষুধের দোকান থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৫: ৩৫
লাইসেন্সবিহীন কোনো ওষুধের দোকান থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

লাইসেন্সবিহীন কোনো ওষুধের দোকান থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার রোধে করণীয় শীর্ষক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যবস্থাপত্র ছাড়া কোনো দোকানে অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। অ্যান্টিবায়োটিক যত্রতত্র যাতে ব্যবহার না হয়, সে জন্য ওষুধ আইন, ২০২২ অচিরেই পাস হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিবছর পৃথিবীতে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারে ১৫ লাখ মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার হচ্ছে এবং অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, শুধু মানুষের খাওয়ার ওষুধই নয়, মাছ-মাংসসহ পশুর খাবারেও ব্যবহৃত হচ্ছে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক। এ জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত