নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ভারত থেকে দেশে ফিরে আসায় হাইকোর্টে করা দুদকের আবেদন খারিজ করা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ওঠে।
আজ সম্রাটের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী আদালতকে জানান সম্রাট চিকিৎসা শেষে ভারত থেকে ফিরেছেন। ২৪ জুলাই ফিরে এসে আদালতে পাসপোর্ট জমা দেন। পরে দুদকের করা আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
এর আগে চিকিৎসার উদ্দেশে সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। তবে ১৬ জুলাই সেই আবেদন শুনানিতে জানানো হয়, তিনি ভারত চলে গেছেন। এরপর ওই আবেদনের শুনানি মুলতবি করেন হাইকোর্ট।
হলফনামায় বলা হয়, আদালত থেকে পাসপোর্ট ফেরত পাওয়ার পর তিনি ১৫ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের কলকাতায় যান।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট দুদকের আবেদন খারিজ করে দিয়েছেন। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার বিচার দ্রুত শেষ করতে বলেছেন।
এর আগে ১ জুন ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ওই আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে। ওই মামলায় এরই মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।
যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ভারত থেকে দেশে ফিরে আসায় হাইকোর্টে করা দুদকের আবেদন খারিজ করা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ওঠে।
আজ সম্রাটের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী আদালতকে জানান সম্রাট চিকিৎসা শেষে ভারত থেকে ফিরেছেন। ২৪ জুলাই ফিরে এসে আদালতে পাসপোর্ট জমা দেন। পরে দুদকের করা আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
এর আগে চিকিৎসার উদ্দেশে সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। তবে ১৬ জুলাই সেই আবেদন শুনানিতে জানানো হয়, তিনি ভারত চলে গেছেন। এরপর ওই আবেদনের শুনানি মুলতবি করেন হাইকোর্ট।
হলফনামায় বলা হয়, আদালত থেকে পাসপোর্ট ফেরত পাওয়ার পর তিনি ১৫ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের কলকাতায় যান।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট দুদকের আবেদন খারিজ করে দিয়েছেন। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার বিচার দ্রুত শেষ করতে বলেছেন।
এর আগে ১ জুন ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ওই আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে। ওই মামলায় এরই মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ ঘণ্টা আগেকোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণীর নোটিশ
১২ ঘণ্টা আগেভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ায় দাফন করা হয়েছে। এসব মৃতদেহের অবয়ব দেখে রেড ক্রিসেন্টসহ লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিহতরা বাংলাদেশের নাগরিক। এদিকে নৌকাডুবির ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
১২ ঘণ্টা আগেইতালিতে পাঠানোর নাম করে নিরীহ চাকরিপ্রার্থীদের লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় করছে ভয়ঙ্কর নিষ্ঠুর মাফিয়া চক্র। সম্প্রতি ইতালিসহ বিশ্বের কয়েকটি গন্তব্যে যেতে আগ্রহী কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা বেড়েছে। মানব পাচারকারীদের কবলে পড়ে নৌকাডুবিতে মৃত্যু ছাড়াও নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে অনেকে।
১২ ঘণ্টা আগে