Ajker Patrika

সম্রাট দেশে ফেরায় দুদকের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২০: ২০
সম্রাট দেশে ফেরায় দুদকের আবেদন খারিজ

যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ভারত থেকে দেশে ফিরে আসায় হাইকোর্টে করা দুদকের আবেদন খারিজ করা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ওঠে।

আজ সম্রাটের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী আদালতকে জানান সম্রাট চিকিৎসা শেষে ভারত থেকে ফিরেছেন। ২৪ জুলাই ফিরে এসে আদালতে পাসপোর্ট জমা দেন। পরে দুদকের করা আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

এর আগে চিকিৎসার উদ্দেশে সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। তবে ১৬ জুলাই সেই আবেদন শুনানিতে জানানো হয়, তিনি ভারত চলে গেছেন। এরপর ওই আবেদনের শুনানি মুলতবি করেন হাইকোর্ট। 
 
হলফনামায় বলা হয়, আদালত থেকে পাসপোর্ট ফেরত পাওয়ার পর তিনি ১৫ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের কলকাতায় যান।  

আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট দুদকের আবেদন খারিজ করে দিয়েছেন। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার বিচার দ্রুত শেষ করতে বলেছেন। 

এর আগে ১ জুন ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ওই আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে। ওই মামলায় এরই মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত