Ajker Patrika

সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার: প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৭: ৪১
সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার: প্রধান বিচারপতি 

সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগমাধ্যম) এখন বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিএনপিপন্থী ছয় আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে আজ বৃহস্পতিবার এমন মন্তব্য করেন তিনি। 

বিএনপিপন্থী ছয় আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। ছয়জনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। ঘরের ভেতরের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এ নিয়ে কিছু বললে, আবার রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে।’ 

শুনানি শেষে ২২ আগস্ট পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। ওই দিন ছয় আইনজীবীকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। ওই আইনজীবীরা হলেন—কায়সার কামাল, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম।

এর আগে আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপির সাত আইনজীবীর বিরুদ্ধে ২৯ আগস্ট আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করা হয়। আইনজীবী নাজমুল হুদার পক্ষে নাহিদ সুলতানা যুথি ওই আবেদন করেন। এর মধ্যে এজে মোহাম্মদ আলী মারা গেছেন। পরে তাঁর নাম বাদ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত