Ajker Patrika

ঈদে যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিআরটিএর কন্ট্রোলরুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১: ০৮
ঈদে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কন্ট্রোল রুম চালু করেছে বিআরটিএ। ছবি: আজকের পত্রিকা
ঈদে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কন্ট্রোল রুম চালু করেছে বিআরটিএ। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় সড়কে যান চলাচল নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে নিয়ন্ত্রণকক্ষ বা কন্ট্রোলরুম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ-সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশ করেছে সংস্থাটি।

বিআরটিএর সদর কার্যালয়ের তৃতীয় তলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষটি খোলা হয়েছে। গতকাল শুক্রবার, ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা এই নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে।

বিআরটিএর অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বপ্রাপ্তদের যানজট সৃষ্টি, বাড়তি ভাড়া আদায়, অননুমোদিত/রুট পারমিটবিহীন/গতিসীমা লঙ্ঘনকৃত যানবাহন চলাচলসংক্রান্ত সার্বিক কার্যক্রম তদারকি, সমন্বয় ও সমাধানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে টেলিফোন নম্বর ১৬১০৭, মোবাইল নম্বর ০১৫৫০-০৫১৬০৬, ০১৫৫০-০৫৬৫৭৭০১৫৫২-১৪৬২২২

এদিকে, বিআরটিএর পক্ষ থেকে সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য পরিচালক (ইঞ্জি.) শীতাংশু শেখর বিশ্বাসকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত