নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। আজ মঙ্গলবার সকালে একাডেমিতে নতুন মহাপরিচালকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।
এ সময় সংস্কৃতি অঙ্গনের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন মহাপরিচালক।
সৈয়দ জামিল আগামী দুই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চ নির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ষাটের বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে সৈয়দ জামিলের। নাট্যাঙ্গনের গুণী এই ব্যক্তিত্বকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাগত জানিয়েছেন সব স্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মত বিনিময় সভা করেন নতুন মহাপরিচালক।
এ সময় সৈয়দ জামিল বলেন, ‘একাডেমির কর্মকাণ্ডকে সব স্তরের মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সব কাজকর্ম হবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সব কর্মকাণ্ড পরিচালিত হবে। আইন ও নিয়ম–নীতিবহির্ভূত কোনো কিছুই এখানে ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার ও কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।’
এ সময় একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রবিধান মালা সংশোধন, কর্মঘণ্টা নির্ধারণ, আবাসন সংকট ও এ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। আজ মঙ্গলবার সকালে একাডেমিতে নতুন মহাপরিচালকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।
এ সময় সংস্কৃতি অঙ্গনের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন মহাপরিচালক।
সৈয়দ জামিল আগামী দুই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চ নির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ষাটের বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে সৈয়দ জামিলের। নাট্যাঙ্গনের গুণী এই ব্যক্তিত্বকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাগত জানিয়েছেন সব স্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মত বিনিময় সভা করেন নতুন মহাপরিচালক।
এ সময় সৈয়দ জামিল বলেন, ‘একাডেমির কর্মকাণ্ডকে সব স্তরের মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সব কাজকর্ম হবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সব কর্মকাণ্ড পরিচালিত হবে। আইন ও নিয়ম–নীতিবহির্ভূত কোনো কিছুই এখানে ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার ও কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।’
এ সময় একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রবিধান মালা সংশোধন, কর্মঘণ্টা নির্ধারণ, আবাসন সংকট ও এ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা।
যমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার (১৪ মে) যমুনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের পর তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এই আহ্বান জানান। উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আপনারা যেন আন্দোলন...
২ ঘণ্টা আগেবালুমহাল নিয়ে ১০টি নির্দেশনা দিয়ে স্থানীয় প্রশাসনকে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আজ বুধবার সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বালুমহাল নিয়ে এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগেদুর্নীতির মামলা চলমান থাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিক ও তাঁর মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে।
৪ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আগামী ১ জুন রায় দেবেন আপিল বিভাগ। চতুর্থ দিনের মতো শুনানি শেষে আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
৪ ঘণ্টা আগে