Ajker Patrika

খালেদা জিয়ার নাইকো মামলার শুনানিতে ভিসা নীতির প্রসঙ্গ টানলেন বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২১: ৪০
খালেদা জিয়ার নাইকো মামলার শুনানিতে ভিসা নীতির প্রসঙ্গ টানলেন বিচারপতি 

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানিতে হাইকোর্টে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রসঙ্গ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, ‘হাইকোর্টে মামলা শুনানির অপেক্ষায় থাকাবস্থায় বিচারিক আদালত বিচারকাজ পরিচালনা করছেন। বারবার বিষয়টি অবহিত করার পরও আমলে নিচ্ছেন না। অধস্তন আদালতের বিচারক এ ক্ষেত্রে ঔদ্ধত্য আচরণ করছেন।’

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘হাইকোর্টে মামলার ওপর কোনো স্থগিতাদেশ নেই। তাই বিচারাধীন আছে এসব বললে বিচারকাজ থেমে থাকবে না। একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই ভিসা নীতি দিয়েছে আমেরিকা। বাংলাদেশ ছাড়া কোনো দেশেরই বিচার বিভাগকে ভিসা নীতিতে সম্পৃক্ত করেনি। বিষয়টি মাথায় রাখতে হবে। পরে ৯ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

এর আগে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ মে হাইকোর্টে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নাইকোর ঘটনায় ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুটি মামলা হয়। একটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, অন্যটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাটি ২০১০ সালে হাইকোর্টে বাতিল হয়। অথচ বেগম জিয়ার মামলাটি এখনো চলছে। আমরা রিভিশন আবেদনে অভিযোগ গঠন বাতিল চেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত