Ajker Patrika

‘ফেসবুক পোস্টটি ভুয়া, গাড়ির জ্বালানি রেশনিংয়ের সিদ্ধান্ত হয়নি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ফেসবুক পোস্টটি ভুয়া, গাড়ির জ্বালানি রেশনিংয়ের সিদ্ধান্ত হয়নি’

যানবাহনে পেট্রল, ডিজেল ও অকটেন সরবরাহের ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 

আজ মঙ্গলবার সকাল থেকে মোটরসাইকেল ও গাড়িতে ডিজেল ও অকটেন ক্রয়ের সীমা নির্ধারণ সংবলিত একটি পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, পোস্টটি ভুয়া। 

ওই পোস্টে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, জ্বালানি সাশ্রয়ের জন্য মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার অকটেন ও ডিজেল নেওয়া যাবে।

নাজমুল হক বলেন, ‘ডিজেল ও অকটেনের কোটা নির্ধারণের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। আমিও পোস্টটি দেখেছি। এটা ছড়িয়ে পড়লে সকাল থেকে অনেকেই আমাকে ফোন দিচ্ছে জানতে।’ কিছু পেট্রল পাম্পের অতি উৎসাহী মালিক জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ভুয়া জিনিসটি ছড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি পণ্যের রেশনিংয়ের ব্যাপারে সরকারের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না জানতে চাইলে নাজমুল হক বলেন, ‘আমাদের সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। সরকার শিগগিরই আমাদের সঙ্গে বসতে পারে। তেলের কোনো সংকট দেশে নেই। বহির্নোঙরে চারটি জাহাজ তেল নিয়ে অপেক্ষা করছে।’ 

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারের ব্যাপারে ঢাকা-মাওয়া রোডের কেরানীগঞ্জে অবস্থিত শামসু ফিলিং স্টেশনের মালিক হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ধরনের কোনো সিদ্ধান্তের কথা আমি বলতে পারব না। আমার জানা মতে তেলের কোটা নির্ধারণে কোনো সিদ্ধান্ত হয়নি।’ 

চলতি মাসের ১৮ তারিখে সরকার জ্বালানি তেলের ব্যবহার কমাতে ডিজেল সাশ্রয়ের সিদ্ধান্তের কথা জানান। তখন বলা হয় পরিবহন খাতে জ্বালানির রেশনিং করা হবে। একই সঙ্গে দেশব্যাপী সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখা হবে।

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সরকার জ্বালানি সাশ্রয়ে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র এরই মধ্যে বন্ধ রেখেছে। সারা দেশে শিডিউল মেনে দেওয়া হচ্ছে লোডশেডিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত