Ajker Patrika

ভোটার তালিকা হালনাগাদ শেষ না হওয়া পর্যন্ত ইসি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আজ সোমবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তথ্য সংগ্রহ এবং ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীসহ (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সরকারি পরিবহন পুলের গাড়িচালক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর দিন থেকে হালনাগাদ শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে, নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত ইসি সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরের সংশ্লিষ্ট দেহরক্ষী, গানম্যান, পুলিশ, আনসারকেও এই সময়ে নিজ নিজ দায়িত্ব পালনের লক্ষ্যে অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত