Ajker Patrika

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪০৫, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত অন্য ৫০৫ জন রয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার পর্যন্ত চালানো এই অভিযানের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস ইনামুল হক সাগর।

তিনি জানান, দেশব্যাপী পরিচালিত এই অভিযানে বিপুলসংখ্যক আসামি গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি পেনগান, ছয়টি এলজি, একটি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি।

এআইজি ইনামুল হক বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দেশজুড়ে অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত