Ajker Patrika

ফাইজারের টিকা আসা নিয়ে দিনভর বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক
ফাইজারের টিকা আসা নিয়ে দিনভর বিভ্রান্তি

ঢাকা: তিন দিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, কোভ্যাক্স থেকে ফাইজারের টিকার লক্ষাধিক ডোজ আসছে আজ রোববার রাতেই। রাত সাড়ে ১১টায় টিকা বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে বলেও জানানো হয়।

কিন্তু দুপুরেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, ফ্লাইট শিডিউল জটিলতায় আজ টিকা আসছে না। টিকা আসতে আরও অন্তত ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে।

এর কিছুক্ষণ পর রোবেদ আমিন আবার সংবাদ মাধ্যমে ফোনে জানান, টিকা আসছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হকও টিকা আসার কথা নিশ্চিত করেন।

এর ঘণ্টা দু-এক পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফের জানানো হয়, আজ ফাইজারের টিকার চালান আসছে না। আগামীকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় আসবে।

এমন তথ্য বিভ্রাট সম্পর্কে জানতে চাইলে ডা. রোবেদ আমিন বলেন, আমি যখন বুলেটিনে ছিলাম তখন আমার কাছে খবর ছিল টিকা আসছে না। এরপর ডা. শামসুল হকের মাধ্যমে জানতে পারি টিকা আসছে। কিন্তু এই তথ্যটি ভুল ছিল। আসলে তিনি (ডা. শামসুল হক) যার কাছ থেকে তথ্যটি পেয়েছিলেন সেটি ভুল ছিল। তাই এমন বিভ্রান্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। দায়িত্বশীল পর্যায় থেকে শতভাগ নিশ্চিত না হয়ে এমন কথা বলা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি কোভিড টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হচ্ছে। বিশ্বের সব দেশে টিকা সরবরাহ নিশ্চিতে জাতিসংঘের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে এই টিকার লক্ষাধিক ডোজ পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই টিকা শুধু পঞ্চাশোর্ধ্বদের দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত