Ajker Patrika

পুলিশের আইজি হলেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২০: ৫৪
পুলিশের নতুন আইজি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাত। ছবি: সংগৃহীত
পুলিশের নতুন আইজি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে বাহারুল আলমকে। আর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ দেওয়া হয় শেখ সাজ্জাত আলীকে।

আজ বুধবার জারি করা পৃথক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় আইজিপি পরিবর্তন হলো।

এর আগে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বাহারুল আলম বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।

এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত