নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন ঘটনার নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ ও নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে কিছুদিন যাবৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে, বিভিন্ন জায়গায় বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে। ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, দেশের কোথাও কোথাও বিচারকের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
জনবান্ধব ও আস্থাশীল স্বাধীন বিচারব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সারা দেশে বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন ঘটনার নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ ও নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে কিছুদিন যাবৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে, বিভিন্ন জায়গায় বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে। ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, দেশের কোথাও কোথাও বিচারকের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
জনবান্ধব ও আস্থাশীল স্বাধীন বিচারব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা হবে মন্তব্য করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
২ ঘণ্টা আগেবিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি, জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে বলবেন, প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন।
৭ ঘণ্টা আগেসরকারি সফরে আজ শনিবার কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট...
৯ ঘণ্টা আগেসারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
২০ ঘণ্টা আগে