Ajker Patrika

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের তিন ও চার ইউনিটে ঋণ দেবে না জাপান

কুটনৈতিক প্রতিবেদক
আপডেট : ২২ জুন ২০২২, ২৩: ৪১
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের তিন ও চার ইউনিটে ঋণ দেবে না জাপান

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের এক ও দুই ইউনিট আগামী ২০২৪ সালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে তিন ও চার ইউনিটের জন্য আর ঋণ দেবে না জাপান। আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। 

এর আগে টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব হিকারিকো ওনো এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে আর অর্থায়ন করবে না জাপান। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ধরনের প্রকল্পে আমরা আর ঋণ দিতে পারি না।’ এ সময় জাপান সরকার উন্নয়নশীল দেশগুলোতে কার্বনবিহীন সমাজ গঠনে সহায়তা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন তিনি। 

বর্তমানে বাংলাদেশের মাতারবাড়ীতে এবং ইন্দোনেশিয়ার ইন্দ্রামাউতে জাপানি অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চলমান রয়েছে। জাপানের এই ঘোষণাকে আন্তর্জাতিক সমালোচনার মুখে দেশটির অবস্থানের নীতিগত পরিবর্তন বলে মনে করা হচ্ছে। গত বছর জুনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের জোট জি-৭-এর বৈঠকে কার্বন নিঃসরণ কমাতে কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে নতুন করে অর্থায়ন না করার ঘোষণা দেয় জাপান সরকার। 

উল্লেখ্য, গত বছর জুনে ইংল্যান্ডের কার্নওয়ালে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জাপান সরকার ঘোষণা দেয়, বিদেশি যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেগুলোর অর্থায়ন বাতিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত