Ajker Patrika

ই-অরেঞ্জের মাসুকুর ও আমানুল্লাহ আরেক মামলায় দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৫০
ই-অরেঞ্জের মাসুকুর ও আমানুল্লাহ আরেক মামলায় দুই দিনের রিমান্ডে

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানুল্লাহকে আরেকটি প্রতারণার মামলায় দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

কোতোয়ালি থানায় দায়ের করা ও প্রতারণার মামলায় তদন্ত কর্মকর্তা এসআই খালিদ শেখ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন এবং এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ আগস্ট অ্যাডভোকেট নাজমুল হাসান ২৩ লাখ ২৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মাশুকুর রহমান ও আমানুল্লাহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত এপ্রিল থেকে বাদীসহ কয়েকজন ই-অরেঞ্জে বিভিন্ন পণ্য অর্ডার করে অগ্রিম টাকা পরিশোধ করেন। কিন্তু আজ পর্যন্ত তাঁরা কোনো পণ্য পাননি। অনেক ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে তাঁদের পণ্য দেয়নি এই প্রতিষ্ঠানটি। এভাবে ই-অরেঞ্জ ২৩ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট গুলশান থানায় এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় দুই দফা রিমান্ড শেষে তাঁদের ২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত