নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তাঁর পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে যে আবেদন করা হয়েছে, তাতে আজ বুধবার আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সচিবালয়ে বুধবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ওনাদের একটা পত্র আমরা পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। তাদের পরীক্ষা-নিরীক্ষান্তে যে পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে সেখানে পাঠব আমরা।’
এরপর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দুই-আড়াই বছর আগে ওনার পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়, সেটায় কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাঁর সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়। ওনারা আরেকটা দরখাস্ত করেছেন এটা (মুক্তির মেয়াদ) বাড়ানোর। সেটা আমার কাছে এসেছে, আমার মতামত পাঠিয়ে দেব, সেই মতামত আপনারা জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আজকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে যাবে কি না, সেই প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে না। কারণ আগেরবার যেটা দিয়েছিলাম, সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি। এটাও প্রধানমন্ত্রীর কাছে যাবে না।’
খালেদা জিয়ার পরিবারের আবেদনে মতামত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি পাঠানো হয়েছে, তা এখানো পড়ে দেখেননি বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এখন পড়ব। আজকেই (মতামত) পাঠিয়ে দেব।’
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হলে সরকার তা প্রত্যাখ্যান করেছে।
আগের প্রক্রিয়া অনুসরণ করে খালেদা জিয়াকে মুক্তি দিতে তাঁর ভাই শামীম এস্কান্দর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হবে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তাঁর পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে যে আবেদন করা হয়েছে, তাতে আজ বুধবার আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সচিবালয়ে বুধবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ওনাদের একটা পত্র আমরা পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। তাদের পরীক্ষা-নিরীক্ষান্তে যে পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে সেখানে পাঠব আমরা।’
এরপর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দুই-আড়াই বছর আগে ওনার পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়, সেটায় কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাঁর সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়। ওনারা আরেকটা দরখাস্ত করেছেন এটা (মুক্তির মেয়াদ) বাড়ানোর। সেটা আমার কাছে এসেছে, আমার মতামত পাঠিয়ে দেব, সেই মতামত আপনারা জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আজকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে যাবে কি না, সেই প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে না। কারণ আগেরবার যেটা দিয়েছিলাম, সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি। এটাও প্রধানমন্ত্রীর কাছে যাবে না।’
খালেদা জিয়ার পরিবারের আবেদনে মতামত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি পাঠানো হয়েছে, তা এখানো পড়ে দেখেননি বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এখন পড়ব। আজকেই (মতামত) পাঠিয়ে দেব।’
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হলে সরকার তা প্রত্যাখ্যান করেছে।
আগের প্রক্রিয়া অনুসরণ করে খালেদা জিয়াকে মুক্তি দিতে তাঁর ভাই শামীম এস্কান্দর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হবে।
জুলাই সনদ নিয়ে ‘বিশেষ আদেশ’ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশের পরিকল্পনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ আদেশের ভিত্তি কী হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগেআজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই নির্দেশ দেন।
১২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৩ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের পরিচালক বলেন, প্রথমত উচ্চ ঝুঁকিপূর্ণ দাহ্য বস্তুর (কম্বাস্টিবল ম্যাটেরিয়াল) আধিক্য, দ্বিতীয়ত স্টিল স্ট্রাকচারের তাপ শোষণ, তৃতীয়ত অপরিষ্কার ও গাদাগাদি পরিবেশ, চতুর্থত অগ্নিনিরাপত্তা-ব্যবস্থার ঘাটতি এবং সর্বশেষ ছোট ছোট স্টিলের স্ট্রাকচার কেটে ভেতরে প্রবেশ করায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
১৬ ঘণ্টা আগে