Ajker Patrika

ফ্রান্সের প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজের মেন্যুতে যা ছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্রান্সের প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজের মেন্যুতে যা ছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে রাষ্ট্রীয় নৈশভোজে আপ্যায়ন করেন। 

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই ভোজে কাচ্চি বিরিয়ানি, গরুর শিক কাবাব, মুরগির কোর্মা, রোস্ট করা চিংড়ি, বেগুন ভাজা, লুচি, পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা, বিভিন্ন ধরনের ফল ও আমড়ার জুস দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিকে। 

মন্ত্রীবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন সামরিক–বেসামরিক কর্মকর্তারা নৈশভোজে যোগ দেন। 

হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৈশভোজে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: পিআইডিফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রোববার সন্ধ্যায় ঢাকা পৌঁছান। জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর দিল্লি থেকে দুই দিনের সফরে তিনি ঢাকা এসেছেন। 

সোমবার (১১ সেপ্টেম্বর) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে অন্তত দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। 

সোমবার বিকেলে মাখোঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। 

প্রসঙ্গত, ৩৩ বছর পর বাংলাদেশ সফরে এসেছেন কোনো ফরাসি প্রেসিডেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত